তুষারধারা ডেস্কঃ
প্রকাশিত হলো সাহিত্য বিষয়ক লিটল ম্যাগাজিন তুষারধারা’র আগস্ট-অক্টোবর ২০১৬ সংখ্যা।
সংখাটি যাদের লেখায় সমৃদ্ধ হলো তারা হলেন-
লুৎফর রহমান রিটন, সালেম সুলেরী, শাওন আসগর, জগলুল হায়দার, হাসান রাউফুন, সিরাজুল ফরিদ, জাহাঙ্গীর আলম জাহান, পাশা মোস্তফা কামাল, আনোয়ার কামাল, জুলফিকার শাহাদাৎ, হুমায়ূন কবীর ঢালী, এস এ শামীম, আতিক হেলাল, মঈন মুরসালিন, ইমরান পরশ, সৈয়দ মাজহারুল পারভেজ, তিতাস বন্দ্যোপাধ্যায়, নজরুল ইসলাম শান্তু, শুভজিৎ বরকন্দাজ, কাদের বাবু, নাফে নজরুল, পিয়াস মজিদ, গোলাম নবী পান্না, ওমর ফারুক নাজমুল, জহির রহমান, সুফিয়ান আহমদ চৌধুরী, কাজী দিনার সুলতানা বিন্তী, আমিনুল ইসলাম সেলিম, আমির আসহাব, রেজা কারিম, চন্দনকৃষ্ণ পাল, লোকমান আহম্মদ আপন, শামীম খান যুবরাজ, সুধাংশু চক্রবর্তী, আবু ইউছুফ সুমন, আকিব শিকদার, অজুফা আখতার, এ কে এম গিয়াস উদ্দিন মাহমুদ, মোকসেদুল ইসলাম, মিছবাহ মুকুল, মাসুম বিল্লাহ, ইউসুফ কবিয়াল, লুৎফুর রহমান, আজিম হোসেন, সোহেল বীর, মেহেদী সম্রাট, বদরুল আলম, তোফায়েল তফাজ্জল, নবীর হোসাইন, এস. এম. মোস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম মামুন।
উল্লেখ্য আমিনুল ইসলাম মামুন পত্রিকাটির সম্পাদক। সহ.সম্পাদক হিসেবে রয়েছেন গোলাম নবী পান্না ও মঈন মুরসালিন। উপদেষ্টা হিসেবে রয়েছেন কবি আসাদ চৌধুরী ও এডভোকেট মনিরুল ইসলাম।