সর্বশেষ লেখাসমূহ:
আয়না

আয়না

তাজ ইসলাম 

এক মুঠো রোদ হাতে পেলাম

প্রাতঃভ্রমনকারীরা আমাকেই

ডেকে উঠল সকাল সকাল বলে।

একটু দরদী ছায়া হলাম

মনের জমিনে এখন আমিই মহিরুহ।

উদারতার আকাশে এক খন্ড উড়ালেই

কালো মেঘ, শুভ্র মেঘ সমস্বরে

আমাকে মেঘরাজ মেঘরাজ

প্রণামে হয় নত ।

সত্য বলে না কেউ

অবিরাম আসতে থাকে

প্রশংসা জোয়ার।

ফুলতে ফুলতে

আমি মহান বেলুন হয়ে যাই।

আয়নার মুখোমুখি হই

অপ্রিয় সত্য বলে আয়না

কেবল আয়নাই উচ্চারণ করে

তুমি তুমিই আছ। 

কেবল আয়না সত্য বলে

অন্যরা ভাসিয়ে দেয়

প্রশংসা জোয়ারে।

সুযোগ পেলেই আমি তাই

আয়নার মুখোমুখি হই।

আরও পড়ুতে ক্লিক করুন

বাংলা সাহিত্য লেখক অভিধান

সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১-এর জন্য পাণ্ডুলিপি আহবান

ভিডিও দেখতে ক্লিক করুন

প্রেমের কবিতা ।। রুপালী মন ।।

বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

সিঙ্গার কোনাল উড়ে এলেন সাহিত্য অনুষ্ঠানে

সর্বমোট পঠিত: [CPD_READS_THIS]

সর্বশেষ সম্পাদনা: August 7, 2021 at 6:15 am

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭