সর্বশেষ লেখাসমূহ:
অনুষ্ঠিত হলো আনন-এর ২৭তম শিশুসাহিত্য আসর

অনুষ্ঠিত হলো আনন-এর ২৭তম শিশুসাহিত্য আসর

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:
গত ২৯ মার্চ ২০১৯ শুক্রবার বিকাল ৫টায় আনন শিশুসাহিত্য আসর-এর ২৭তম আসরটি আনন ফাউন্ডেশন-এর আয়োজনে ২৫১৬ পূর্ব ভাটারা, নতুন বাজার, গুলশান-২, ঢাকার আনন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম। আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার ও কবি অতনু তিয়াস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও সংগঠনের উপদেষ্টা সিরাজুল ফরিদ।

আসরের শুরুতে ফাউন্ডেশনের শিশুরা আনন ফাউন্ডেশনের সূচনা সংগীত এবং স.ম. শামসুল আলম-এর লেখা ছড়াগান পরিবেশন করে। স্বরচিত লেখা পাঠ করেন সিরাজুল ফরিদ, নুরুদ্দীন শেখ, সৈয়দ আমির আলী, বি এম বরকতউল্লাহ, আতিয়ার রহমান, শাহানারা রশীদ ঝরনা, সব্যসাচী পাহাড়ী, গোলাম নবী পান্না, মনিরুজ্জামান পলাশ, মালেক মাহমুদ, আমিনুল ইসলাম মামুন, মাহবুব লাভলু, বশিরুজ্জামান বশির, সিরাজিয়া পারভেজ, ইমরুল ইউসুফ, আহমেদ জাকির, শারমিন সুলতানা রীনা, রওশন আরা পারু, দ্বীন মোহাম্মদ দুখু, নূর মোহাম্মদ দীন, সাজ্জাদ বাবু, কামরুল হাসান মৃধা, ইমরান আখন্দ, উত্তম কুমার বিশ্বাস, মো: সজীব মিয়া প্রমুখ।
শিশুদের মধ্য থেকে লেখা পাঠ করে আবির হাসান শাওন, ফাহমিদা ওয়াজিফা তানফিয়া, কাবিনা সুলতানা মায়া, মিশকাতুল মুনতাহা ঐশী, তানবিন সুলতানা জয়া, অর্না রানী দাস, নুশরাত জাহান শৈলী, মেহেরুন নেছা, সাইদুল ইসলাম, ইশরাত জাহান ইলমা।


অনুষ্ঠানে আনন ফাউন্ডেশনের ছোট্ট বন্ধুরা আসলাম সানী এবং অতনু তিয়াস-এর লেখা ছড়া থেকে আবৃত্তি করে শোনায়।

অনুষ্ঠানের শেষ প্রান্তে সভাপতি সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এই আসরটি উপস্থাপনায় ছিল ছোট্টবন্ধু মিশকাতুল মুনতাহা ঐশী এবং সুখী আক্তার সাথী।

সর্বমোট পঠিত: 340

সর্বশেষ সম্পাদনা: এপ্রিল ১৫, ২০১৯ at ৩:৪৮ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭