বলো দেখি, কথা আর
লেখা বেশি কড়া কার?
-ছড়াকার
বলো দেখি, লেখনীতে
আবেদন চড়া কার?
-ছড়াকার
বলো দেখি, মস্তক
বুদ্ধিতে ভরা কার?
-ছড়াকার
বলো দেখি, জীবনটা
ছন্দতে গড়া কার?
-ছড়াকার
বলো দেখি, উদ্যমে
নাই কোনো জরা কার?
-ছড়াকার।
আরও পড়ুতে ক্লিক করুন
নোবেল পুরস্কারের জন্য যেভাবে আবেদন করবেন
ভিডিওদেখতেক্লিককরুন