সর্বশেষ লেখাসমূহ:
আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদ এর ১৭তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদ এর ১৭তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:

গত ৭ই অক্টোবর শুক্রবার বাদ আছর আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদ এর ১৭তম সাহিত্য আড্ডা ডাক্তার কাজী মোস্তাফিজুর রহমান এর পাইনাদি মিজমিজি সিদ্দিরগঞ্জ নিজ চেম্বারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক আমিনুল ইসলাম মামুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইর্টাস ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক কাজী আনিসুল হক (হীরা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মোঃ ইকবাল হোসেন রোমেছ ও মোঃ বশির উদ্দিন। পঠিত লেখার উপর আলোচনা করেন লেখক ও এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল কাশেম। অনুষ্ঠানে পঠিত লেখার জন্য শ্রেষ্ঠ লেখক নির্বাচিত হন কবি কাজী আনিসুল হক (হীরা); যার লেখার শিরোনাম ‘ক্ষুধা’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লেখক মোঃ নুর ইসলাম বাদল।

সভাপতির দায়িত্ব পালনকারী লেখক ও তুষারধারা সম্পাদক আমিনুল ইসলাম মামুন এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

ছড়া ও কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে যারা প্রাণচঞ্চল করেন তাঁরা হলেন কবি আবুল কাশেম, লেখক আমিনুল ইসলাম মামুন, কবি আতিক আজিজ, কবি কাজী আনিসুল হক(হীরা), কবি ইকবাল হোসেন রোমেছ, কবি কাব্য টুটুল, কবি ইয়াকুব কামাল, কবি বশির উদ্দিন, ছড়াকার মোস্তফা কামাল সোহাগ, ছড়াকার চান মিয়া চান্দু, ছড়াকার ফরিদ আহমেদ হৃদয়।

গল্প পাঠ করেন ডাক্তার কাজী মোস্তাফিজুর রহমান ও মোঃ নুর ইসলাম বাদল। কবি বশির উদ্দিন গান পরিবেশন করে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

প্রথম পর্বে লেখা পাঠের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য শেষে আলোচক আলোচনা করেন। সভাপতি তাঁর বক্তব্য শেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ হচ্ছে বলে ঘোষনা প্রদান করেন এবং সাথে সাথে শ্রেষ্ঠ লেখক কাজী আনিসুল হক (হীরা)কে অনুষ্ঠানের পরিচালক ডাক্তার কাজী মোস্তাফিজুর রহমানের কাছ থেকে উপহার গ্রহণ করতে বলেন। কবি কাজী আনিসুল হক (হীরা) পুরস্কার গ্রহণ শেষে তাহার সম্পাদিত একটি বই পরিচালককে উপহার হিসেবে প্রদান করেন।

সবশেষে আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও পড়ুতে ক্লিক করুন

আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের ১৬তম সাহিত্য সভা অনুষ্ঠিত

কবি জীবনানন্দ পুরস্কার ২০২২ ঘোষণা

সৃজনশীল সাহিত্যঘরের ১৮তম সাহিত্য অনুশীলন

ভিডিও দেখতে ক্লিক করুন

আমিনুল ইসলাম মামুন এর ছড়া নিয়ে আলোচনায় মোঃ আবুল কাশেম । আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদ

কণ্ঠশিল্পী কনক চাঁপা ।। অসাধারণ মানুষেরা এমন সাধারণই হয়

সর্বমোট পঠিত: 206

সর্বশেষ সম্পাদনা: অক্টোবর ১২, ২০২২ at ৪:০১ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭