তুষারধারা রিপোর্ট:
গত 8ঠা আগস্ট শুক্রবার ছিল আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদ-এর (স্থাপিত: ১৯৯৭) মাসিক সাহিত্য আড্ডা এবং কবি ও ছড়াকার নজরুল ইসলাম শান্তু’র সংবর্ধনা।
প্রতিমাসের প্রথম শুক্রবার হিসেবে 8ঠা আগস্ট বিকাল তিনটায় মিজমিজি হাজী রেকমত আলী হাই স্কুলে কবি, লেখক, সম্পাদকসহ সাহিত্যপ্রেমীদের যথাসময়ে উপস্থিতি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে।
পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধানপরিচালক কবি ও সম্পাদক কাজী নাজিম উদ্দিন সুমন -এর সভাপতিত্বে এবং পরিষদের পরিচালক কবি ও সংগঠক ইকবাল হোসেন রোমেছের উপস্থাপনায় এতে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রনায়ক এস এ শামীম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কবি মিজান মিল্কী, দৈনিক বিজয় সম্পাদক কবি সাব্বির আহমেদ সেন্টু, নাসিক ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, প্রবীণ কবি লুৎফর রহমান সরদার (মিয়া ভাই)।
অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ করেন ছড়াকার চান মিয়া চান্দু, কবি নূর ইসলাম বাদল, প্রতিবাদী কবি ইয়াকুব কামাল, কবি মামুন বাবুল, কবি নাজমুল হাসান, কবি বশির উদ্দিন, কবি মোস্তফা কামাল সোহাগ, কবি লুৎফর রহমান সরদার, লেখক ও প্রকাশক আমিনুল ইসলাম মামুন, কবি কাব্য টুটুল , কবি আশরাফ আজীজ, কবি শিপন হোসেন মানব, কবি আবুল কালাম আজাদ, ছড়াকার নজরুল ইসলাম শান্তু, কবি মারুফ হাসান, কবি নাজমুল হোসাইন খান,কবি জয়নাল আবেদীন জয়, কবি আবুল কাশেম, কবি শম্পা ইসলাম মিনা, কবি মজিবুল হক বাদল, কবির সোহেলসহ উপস্থিত সকল কবি-সাহিত্যিকগণ।
অনুভূতি ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার মামুন মোশাররফ, সাংবাদিক মনজুর রহমান মুন্না। কবি বশির উদ্দিন বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন।
উপস্থিত অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। কবি মিজান মিল্কী মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করেন, শোকাবহ আগস্ট মাসে বঙ্গবন্ধুকে নিবেদিত অনেক কবি তাদের কবিতা পাঠ করেন।
কবি ও ছড়াকার নজরুল ইসলাম শান্তুকে সংবর্ধনা প্রদান করায় তিনি তার মধুর আবেগ উপস্থাপন করেন।
সবশেষে কবি লুৎফর রহমান সরদারকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এবং বিভিন্ন কবিকে পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।
আগামী সেপ্টেম্বরে মাসের সাহিত্য আড্ডায় লেখক সম্পাদক আমিনুল ইসলাম মামুন ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন পালনের ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, প্রতিমাসের মাসের প্রথম শুক্রবার মাসিক সাহিত্য আড্ডায় স্বজন কবিদের পরিষদের নিজস্ব অর্থায়নে জন্মোৎসব পালন করছে।
আরও পড়ুতে ক্লিক করুন
বাংলা সাহিত্য লেখক অভিধান
আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদ এর ১৭তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
ভৌতিক গল্পের বইয়ের জন্য লেখা আহবান
ভিডিও দেখতে ক্লিক করুন
যে উদ্দেশ্যে সন্তান দিবসের যাত্রা । ১৫ই নভেম্বর
কবি নজরুলের পুত্র বুলবুলের মৃত্যু ও ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি এই গানের ইতিহাস