সর্বশেষ লেখাসমূহ:
ইনসোমনিয়া

ইনসোমনিয়া

Print Friendly, PDF & Email

মোস্তফা মহসীন

পূর্ণ চাঁদের আলোর বিপরীতে ঘাড় গুঁজে
কতোটা সভ্রম ধরে রাখে নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতা?
স্মৃতিলোকে নড়েচড়ে বসে দু-তিনটি চামচিকা
নিহত হওয়ার আগে যারা
গৃহ অধিকার দ্বন্ধে মানব জাতির দিকে
ছুঁড়ে দিয়েছিল প্রাণবিদ্ধ জপমালা!
গভীর নীরবতার পর ঘরটিতে
মশাদের ঘনিষ্ঠতা বাড়ে কী বাড়ে না!
মীমাংসা বাকী রেখে
ধপ করে জ্বলে ওঠে অচল মুদ্রায় কেনা দেশলাই।

না ঘুম, না-জাগরণ
নিঃশ্বাস-প্রশ্বাসে
পুরুষ ইগোর এই যে ফেরারী উন্মোচন
গৃহ অধিষ্ঠাত্রী অন্য আত্মা; তুমি বুঝি ভয় পাও খুব?
তাকিয়ে সুদূরে… টের পাচ্ছো
জঙ্গলের মধ্যে হিংস্রপশুর শ্রুতিবিস্ময়কর
আওয়াজে ভয়মগ্ন এক ঘূর্ণিবার্তা
অথচ দেখ কাঁপে না বৃক্ষশাখা
কাঁপে শুধু
চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন তোমার জানালা!
==০==

সর্বমোট পঠিত: 172

সর্বশেষ সম্পাদনা: আগস্ট ২৬, ২০২০ at ৮:৪৩ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭