মানসুর মুজাম্মিল
এই যে দালান বানাচ্ছ
বড়ো বলে জানাচ্ছ
উদ্বোধনী দিনে তুমি
কতো লোককে খানাচ্ছ!
এই যে দালান বানাচ্ছ
এই শহরের ধনী তুমি
সাইনবোর্ডটা টানাচ্ছ।
তুমি অনেক বড় বলে
মনে মনে যা নাচ্ছ!
এই যে দালান বানাচ্ছ
টাকা কড়ি আনাচ্ছ
এতো টাকা আনতে যেয়ে
কার বাড়িতে হানাচ্ছ?
এই যে দালান বানাচ্ছ!
আরও পড়ুতে ক্লিক করুন
দ্বিতীয় বেলা ।। হাবীবুল্লাহ সিরাজী
ভিডিওদেখতেক্লিককরুন
মধুমতি চলচ্চিত্র ও উপন্যাসের লেখিকা রাবেয়া খাতুনকে নিয়ে অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম
কালো মেয়ে, তোমার জন্যে ।। কালো মেয়েদের কবি সৈয়দ মাজহারুল পারভেজ