তুষারধারা ডেস্ক:
রূপসী বাংলার কবি জীবনানন্দের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কবিতা পরিষদ, বরিশাল ৫ম বারের মতো আয়োজন করেছে জীবনানন্দ মেলা ২০২২। প্রতিবছরের ন্যায় এবারও দেশের খ্যাতিমান কয়েকজন গুণী লেখককে কবি জীবনানন্দ দাশের নামে প্রবর্তিত কবি জীবনানন্দ পুরস্কার ২০২২ প্রদান করা হবে। আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০২২ এ মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র নগরপিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এবছর কবি জীবনানন্দ পুরস্কার পাচ্ছেন- অর্ণব আশিক [কবিতায়], তপন বাগচী [সামগ্রিক সাহিত্যে], মনি হায়দার [কথাসাহিত্যে] ও প্রকাশনা প্রতিষ্ঠান বাঙালির কর্ণধার কবি আরিফ নজরুল [প্রকাশনা]।
আরও পড়ুতে ক্লিক করুন
নোবেল পুরস্কারের জন্য যেভাবে আবেদন করবেন
আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের ১৬তম সাহিত্য সভা অনুষ্ঠিত
কবিতার টানে কবিতার প্রাণে পরিষদের ঈদ পূণর্মিলনি ও মোড়ক উন্মোচন
ম্যাজিক লণ্ঠনের জমজমাট কবিতার আড্ডা
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্য সম্মেলন
ভিডিওদেখতেক্লিককরুন
বিখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়ার কন্ঠে নিজের ছড়া- ‘ঠিক আছে’ এর পাঠ