সর্বশেষ লেখাসমূহ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত সাহিত্যসভা ও স্বজন কবিদের জন্মোৎসব পালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত সাহিত্যসভা ও স্বজন কবিদের জন্মোৎসব পালন

Print Friendly, PDF & Email

তুষারধারা রিপোর্ট:

গত ১লা সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার বিকাল তিনটায় আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদ-এর সাহিত্যসভা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী হাজী রেকমত আলী হাই স্কুল‌ সংলগ্ন ডা. কাজী মোস্তাফিজুর রহমানের চেম্বারে অনুষ্ঠিত হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত‌ এ অনুষ্ঠানে কবি শম্পা ইসলাম মিনার উপস্থাপনায়, পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক কবি সম্পাদক ও সংগঠক কাজী নাজিম উদ্দিন সুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের পরিচালক লেখক ডা. কাজী মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবাদী কবি ইয়াকুব কামাল। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট কবি বিল্লাল হোসেন, কবি আবুল কালাম আজাদ, প্রকৌশলী মামুন মোশারফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জসীম উদ্দিন ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন পরিষদের পরিচালক কবি ও সংগঠক ইকবাল হোসেন রোমেছ।

উক্ত সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন প্রবীণ কবি বশির উদ্দিন, ছড়াকার চান মিয়া চান্দু, কবি মোস্তফা কামাল সোহাগ, সুমন সরকারসহ আরো অনেকে। কেক কাটা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে জন্মোৎসব পালন করা হয় মুক্তিযোদ্ধা ও কবি আল আশরাফ বিন্দু, লেখক সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম মামুন, কথাসাহিত্যিক ও সংগঠক গাজী সাঈদ‌ দেলোয়ার, কবি সাংবাদিক ও সংগঠক কাজী আনিসুল হক হীরা- এই চার ব্যক্তিত্বের। প্রত্যেকে নিজ নিজ অনুভূতি প্রকাশ করেন।

উপস্থিত সবাই স্বরচিত লেখা পাঠ করেন। পরিষদের প্রতিষ্ঠাতা ও‌ প্রধান‌ পরিচালক কাজী নাজিম উদ্দিন সুমন মুদ্রিত ম্যাগজিন ‘আদমজীনগর’ প্রকাশে সকলের সহযোগিতা কামনা করে পরিষদের অনলাইন পত্রিকা মাসিক বাহান্ন ও‌ ত্রৈমাসিক রতনপুরসহ নানা কর্মকাণ্ডের বিবরণী ও পরিকল্পনা তুলে ধরেন।

সর্বমোট পঠিত: 269

সর্বশেষ সম্পাদনা: সেপ্টেম্বর ৪, ২০২৩ at ৪:১৬ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭