তুষারধারা ডেস্ক:
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, কবিতা পাঠ ও সংগীতের মাধ্যমে ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করে। সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক কবি আবু হেনা আবদুল আউয়াল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের জেলা সভাপতি সাইফুল ইসলাম তপন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শভিত্তিক আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, সেঁজুতি ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এড. মুরাদ আল হাছান চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাহাবুবুর রশিদ চৌধুরী প্রমুখ। অতিথি কবি হিসেবে ঢাকা থেকে যুক্ত হন কবি খাতুনে জান্নাত, অনুপ্রাস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি রীনা তালুকদার, নোয়াখালী থেকে কবি মিন্টু সারেং ও চাঁদপুর চর্যাপদ সাহিত্য একাডেমির নির্বাহী পরিচালক রফিকুজ্জামান রনি।
বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় অংশ নেন কবি জাফর আহম্মদ, কবি আনিস আহম্মেদ, নাসরীন জাহান রীনা, কবি আব্দুল মোতালেব, কবি রুবেল আহম্মেদ, কবি সাফায়েত হোসেন, কবি সোলায়মান চৌধুরী, কবি ইকন দাস ও আব্রাহাম শান্ত। প্রতিযোগিতায় বিজয়ী হন যথাক্রমে কবি জাফর আহম্মদ, কবি সাফায়েত হোসেন ও কবি সোলায়মান চৌধুরী।
কবিতা আবৃত্তিতে অংশ নেন বিশিষ্ট আবৃত্তিকার হোসনেয়ারা কানন, অঙ্কুর চন্দ্র দেবনাথ, ওমর ফারুক ও ইকবাল হোসেন বকুল। সংগীত পরিবেশন করেন সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুল বাসার, জামাল হোসেন ও নাসরীন জাহান রীনা। ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত ছিলেন অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, নন্দন ফাউন্ডেশন সভাপতি রাজু আহমেদ, সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব নুর মোহাম্মদ, সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, নাট্য অভিনেতা টিটু, কবি ফখরুল ইসলাম, সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক তকী আক্রাম ভূঁইয়া, কবি আবুল হাছান।
ভার্চুয়াল অনুষ্ঠানে এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন এম পি লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ বঙ্গবন্ধুকে নিয়ে শোক দিবসে অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জানান। তিনি সাহিত্য সংসদকে নিয়ে ভবিষ্যতে সরাসরি অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ বলেন, আমাদের সমাজ সংস্কারের নজরুল রবীন্দ্রনাথের অনুপ্রেরণা রয়েছে। কবি লেখকরা হচ্ছেন শোষিত নির্যাতিতদের কণ্ঠস্বর। শিল্প সাহিত্যের অগ্রগতির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করা সম্ভব।
আরও পড়ুতে ক্লিক করুন
সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১-এর জন্য পাণ্ডুলিপি আহবান
ভিডিও দেখতে ক্লিক করুন
বিখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়ার কন্ঠে নিজের ছড়া- ‘ঠিক আছে’ এর পাঠ