সর্বশেষ লেখাসমূহ:
টেক্সটাইল এসোসিয়েটস সিটি’র  প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান : সংক্ষিপ্ত আলোকপাত

টেক্সটাইল এসোসিয়েটস সিটি’র প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান : সংক্ষিপ্ত আলোকপাত

Print Friendly, PDF & Email

-আমিনুল ইসলাম মামুন

ঢাকা কিংবা এর আশেপাশে একখণ্ড জমি কার না প্রত্যাশা। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন ও এটির মন্ত্রণালয় অর্থাৎ বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও তেমন প্রত্যাশা স্বাভাবিকভাবেই ছিল। কিন্তু সুযোগ কি সব সময় আসে? আসে না। তবে এলো ২০০৬ সালে। শুধু একখণ্ড জমিই নয়; একটি এলাকা সৃষ্টির সুযোগ! এমন সৃষ্টির সুযোগ কে হাতছাড়া করে। বিশাল স্বপ্ন নিয়ে ২৫০ জন কর্মকর্তা-কর্মচারী মিলে প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ‘টেক্সটাইল এসোসিয়েটস’ সিটি গড়ার।

জনাব তাহের আহমেদকে সভাপতি ও জনাব মো: আলাউদ্দিন পাটোয়ারীকে সম্পাদক করে গঠিত হয় বস্ত্র মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী বহুমূখী সমবায় সমিতি লিঃ। আনুষ্ঠানিকভাবে শুরু হয় একটি এলাকা গড়ার স্বপ্নময় যাত্রা। শুরুতেই এলাকার প্রতিষ্ঠাতা সমিতি কর্তৃক তাদের ডেমরাস্থ এই প্রকল্পের নাম বিক্রেতা পক্ষের দেয়া নামের বদলে ক্রেতা পক্ষ অর্থ্যাৎ সমিতির নামের সাথে মিল রেখে চূড়ান্ত করা হয়; যেটি স্বাভাবিকভাবেই হয়ে থাকে। ৩০ একর গভীর-অগভীর জলাশয় টেন্ডারের মাধ্যমে ক্রয়ের পর তা ভরাট করে ২৫০ জন প্রতিষ্ঠাতা সদস্য মিলে পুরো এলাকাটিকে মোট ৩১৭টি প্লটে বিভক্ত করে গঠন করেন এই ‘টেক্সটাইল এসোসিয়েটস’ সিটি। প্লটগুলো ব্যক্তিমালিকানায় বরাদ্দ দিয়ে অবশিষ্ট জায়গা অর্থাৎ মাঠ, প্রধান ও শাখা সড়কসহ বাদবাকি জায়গা সিটিকে সুন্দর ও নিরবচ্ছিন্ন পরিচালনার জন্য সমিতির মালিকানা ও তত্ত্বাবধানে রেখে দেয়া হয়। এরই অংশ হিসেবে সমিতির নিজস্ব জায়গা থেকে মাঠের উত্তর-পশ্চিম কোণে ডিপিডিসিকে রেজিস্ট্রি করে দেয়া হয় ১০ শতাংশ জায়গা। টেক্সটাইল এসোসিয়েটস সিটির দেয়ালের বাহিরে পশ্চিম পাশ দিয়ে যে সড়কটি বয়ে গেছে সেটিও এই সমিতির ক্রয়কৃত জায়গা থেকে দেয়া। স্টাফ কোয়ার্টার থেকে টেক্সটাইল এসোসিয়েটস সিটি এবং ডেমরা বাজারের দিকে সহজ ও দ্রুত চলাচলের জন্য এই ব্যবস্থা করে বস্ত্র মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী বহুমূখী সমবায় সমিতি লিঃ। এলাকার কবরস্থানও পরিচালিত হতে থাকে এই সমিতি কর্তৃক। ৭ই জানুয়ারি ২০২২ রোজ শুক্রবার থেকে বস্ত্র মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী বহুমূখী সমবায় সমিতি লিঃ-এর পক্ষে সেখানে বৃক্ষরোপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে থাকে টেক্সটাইল অ্যাসোসিয়েটস জেনারেশন অ্যান্ড নেইবার সোসাইটি (TAGANS)। বৃক্ষরোপন কার্যক্রম চলতে থাকে মাঠের পাশেও। কিন্তু তারপরেও সমিতি কর্তৃক এলাকার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আসে নানান দৃশ্যমান ও অদৃশ্য প্রতিকূলতা। এ সকল প্রতিকূলতার মধ্যে দুটি হচ্ছে মাঠে সমিতির নামে সাইনবোর্ড লাগানো আর এলাকার প্রধান দুই গেইটে টেক্সটাইল এসোসিয়েটস সিটির নামসম্বলিত সাইনবোর্ড লাগানো। 

২০২১ সাল থেকে টেক্সটাইল অ্যাসোসিয়েটস জেনারেশন অ্যান্ড নেইবার সোসাইটি (TAGANS) এলাকার নাম বিষয়ে সকলের মাঝে সচেতনতা সৃষ্টির প্রচেষ্টা চালানোর পর অবশেষে ২০২৪ সালের ১৩ই অক্টোবর প্রধান দুটি গেইটে সাইনবোর্ড লাগানোর কাজটি সফলভাবে সম্পন্ন করতে সমর্থ হয় জনাব মো: সানাউল্লাহ ও জনাব মো: মফিজুল ইসলাম-এর নেতৃত্বাধীন কমিটি। এর আগে ১লা মে ২০২৪ তারিখে মাঠে সাইনবোর্ড লাগানোর কাজটি সম্পন্ন হয়। এ দুটি কাজ সম্পন্ন হওয়ার পর থেকে ২০২০ সালের শেষের দিকে এলাকার ভেঙে পড়া শৃঙ্খলাব্যবস্থায় পরিবর্তন আসতে শুরু করে। টেক্সটাইল এসোসিয়েটস সিটির ভেতরকার বিভাজিত সমাজ পুনরায় এক গতিপথে অগ্রসর হয়ে একটি আদর্শ সিটি গড়ার স্বপ্ন নিয়ে আজকের অবস্থায় এসে পৌঁছায়। 

বস্ত্র মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী বহুমূখী সমবায় সমিতি লিঃ-এর বর্তমান কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন:

জনাব মো: সানাউল্লাহ, জনাব মো: আলাউদ্দিন, জনাব মো: মফিজুল ইসলাম, জনাব রেজা আউয়াল মৃধা, জনাব মো: মানিক মিয়া, জনাব বশির আহমেদ, জনাব  মো: নুরুল আলম, জনাব মো: হুসেন আলী, জনাব মো: মহসিন, জনাব মো: জাহাঙ্গীর হোসেন, জনাব মো: শামছুল আলম, জনাব মোহাম্মদ আলী।         

টেক্সটাইল এসোসিয়েটস সিটি’র নবযাত্রায় প্রজন্মের ভূমিকা:

২০২১ টেক্সটাইল এসোসিয়েটস সিটিতে গঠিত হয় সমাজসেবামূলক সংগঠন টেক্সটাইল অ্যাসোসিয়েটস জেনারেশন অ্যান্ড নেইবার সোসাইটি (ট্যাগেনস)। এর দুই বছর আগে থেকেই অর্থ্যাৎ ২০১৯ সালের শেষ দিক থেকেই সংগঠনটি গড়ার জন্য প্রচেষ্টা শুরু করেন টেক্সটাইল অ্যাসোসিয়েটস জেনারেশন অ্যান্ড নেইবার সোসাইটি (ট্যাগেনস)-এর প্রধান উদ্যোক্তা। কিন্তু সমাজসেবামূলক মনোভাবাপন্ন কাউকে না পেয়ে তিনি একাই পরিকল্পনা করে কাজ চালিয়ে যেতে থাকেন। করোনা মহামারিকালে এলাকায় করোনাবিষয়ক সচেতনতামূলক প্রচারপত্র দেয়ালে দেয়ালে সেঁটে দেয়াসহ বিভিন্ন কার্যক্রম চালাতে থাকেন। এরই মধ্যে ২০২০ সালের শেষের দিকে এলাকার শৃঙ্খলাব্যবস্থা বেশ ভেঙে পড়ে। এমনিতেই সে সময় এলাকায় বাড়ি-ঘর কম ছিল, তার ওপর করোনা মাহামারিকালে যখন লকডাউনের পর লকডাউন চলছিল, দেশের মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় সরকারি বিধিনিষেধ ছিল, সরকারি বিধিনিষেধের কারণে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিদৃষ্টসংখ্যক লোকের বেশি সমবেত হতে পারছিল না সমিতির নেতৃবৃন্দও সেই কারণে একত্রিত হতে পারেনি। সেই সুযোগে কিছুসংখ্যক লোক ক্রেতা পক্ষের শুরু থেকে দেয়া নামটির বদলে বিক্রেতা পক্ষের নামের সাথে মিল রেখে এলাকার নামকরণের চেষ্টা করে। টেক্সটাইল অ্যাসোসিয়েটস জেনারেশন অ্যান্ড নেইবার সোসাইটি (ট্যাগেনস) এর প্রধান উদ্যোক্তা প্রত্যেকটি প্রতিষ্ঠাতা পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগের পরিমাণ বাড়ান এবং কয়েকজন সৃজনশীল মনোভাবাপন্ন তরুণ-তরুণীকে একত্রিত করতে সমর্থ হন। এভাবেই ১৬ই ডিসেম্বর ২০২১ সালে আনুষ্ঠানিক রূপ পায় টেক্সটাইল অ্যাসোসিয়েটস জেনারেশন অ্যান্ড নেইবার সোসাইটি (TAGANS)।

ট্যাগেনস (TAGANS)-এর প্রতিষ্ঠাতাকালীন সেই সময়ে যারা টেক্সটাইল এসোসিয়েটস সিটির বসবাস-পরিবেশ উন্নয়নে এগিয়ে আসেন তারা হলেন আমিনুল ইসলাম মামুন, মো: হাসানুজ্জামান, রাবেয়া আক্তার, মো: মাহমুদুল হাসান, মোহাম্মদ হোসেন (অলক)। এর পরপরই যুক্ত হন মো: মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন তালুকদার (বুলবুল), রোকেয়া বেগম, তানভীর আহমেদ (শুভ্র), মো: ফয়সাল হোসেন রিয়াজ, মো: কবির উদ্দিন আহমেদ, মো: আজহার উদ্দিন শেখ, মো: সাইফুর রহমান। তৃতীয় ও শেষ ধাপে এসে যুক্ত হয়ে টেক্সটাইল এসোসিয়েটস সিটির সমাজ-উন্নয়নে অবদান রাখতে শুরু করেন মো. মাহবুব আলম, সাকিব,  রেজা রাকিব আহসান মৃধাসহ অনেকেই।

সকল মানুষের আগ্রহ সকল বিষয়ে সমান নয়। এ বিষয়টি মাথায় রেখে এলাকায় ২০২২২ সালের ৫ই মে গঠিত হয় প্রজন্মের আলো পাঠাগার। শুধু তাই নয়, ২০১২ সালের ৮ই সেপ্টেম্বর তুষারধারা আবাসিক এলাকায় গঠিত হওয়া সংগঠনÑ এইম স্পোটিং ক্লাব সংগঠনটির কার্যক্রম সেখান থেকে স্থানান্তর করে কমিটি ঘোষাণার মাধ্যমে নবউদ্যোমে কার্যক্রম শুরু করে টেক্সটাইল এসোসিয়েটস সিটিতে। বৃক্ষরোপন, বসবাসকারীদের পাঠাভ্যাস গঠন, খেলাধুলাসহ বিভিন্ন কর্মকান্ডের জন্য বস্ত্র মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী বহুমূখী সমবায় সমিতি লিঃ-কর্তৃক গঠিত টেক্সটাইল এসোসিয়েটস সিটির ছোট-বড় সকলের কাছে এখন টেক্সটাইল অ্যাসোসিয়েটস জেনারেশন অ্যান্ড নেইবার সোসাইটি (TAGANS), প্রজন্মের আলো পাঠাগার (PAP) ও এইম স্পোটিং ক্লাব (ASC) এই তিনটি সংগঠন বেশ পরিচিত।         

টেক্সটাইল এসোসিয়েটস সিটিতে তাঁরা স্মরণীয়, তাঁরা বরণীয়:

এখানে যাদের নাম উল্লেখ করছি তারা শুধু বস্ত্র মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী বহুমূখী সমবায় সমিতি লিঃ-এর শুরুর দিকের সদস্যই নয়; ঢাকার ডেমরাস্থ টেক্সটাইল এসোসিয়েটস সিটির সম্মানিত প্রতিষ্ঠাতাও। এলাকার সকলের কাছে তাঁরা বরণীয়, তাঁরা চিরস্মরণীয়। এরা হলেন-   

১.   জনাব তাহের আহমেদ (প্লট নং-১৮০) ২. জনাব মো: আবদুর রাজ্জাক (৯৭) ৩. জনাব মো: মাসুদুল হক খান (৪১) ৪.  জনাব মো: আসাদুজ্জামান (১০৯) ৫. জনাব মো: আলাউদ্দিন পাটোয়ারী (৬৫) ৬. জনাব মো: মাসুদুর রহমান (২৬) ৭. (তথ্য পাওয়া যায়নি) ৮. জনাব মো: মোস্তফা কাইয়ুম (১৪৪) ৯. জনাব মো: আবুল হাসেম (১২) ১০. জনাব মো: আবুল কালাম (৫৬) ১১. জনাব নুর আলম সিদ্দিকী     (১০৮) ১২. জনাব মো: রেজাউল করিম (৫২) ১৩. জনাব এস.এম. মনিরুজ্জামান (৭৮) ১৪. বেগম টিংকু রানী সাহা (১৪৮) ১৫. জনাব মো: আবদুস সাত্তার (৭৬) ১৬. বেগম নাসরিন আকতার (১৮৯) ১৭. (তথ্য পাওয়া যায়নি) ১৮. জনাব মো: আলতাফ হোসেন (০০৪) ১৯. জনাব মো: আঃ রাজ্জাক (৪৮) ২০. বেগম সাবিনা খাতুন (৪৬) ২১. বেগম সামসুন নাহার জেসমিন (রুবি) (০৩৪) ২২. জনাব নুরুল ইসলাম (০৬৭) ২৩. জনাব আতাউল হক (১০৫) ২৪. জনাব মো: আকরাম হোসেন (১২৯) ২৫. জনাব মো: মতিউর রহমান (১০০) ২৬. জনাবা কামরুন নাহার (০১৪) ২৭. জনাব মো: ফরিদ আহম্মেদ (০৮২) ২৮. জনাব মো: হারুন-অর-রশীদ (০৫০) ২৯. জনাব মো: জাহাঙ্গীর হোসেন হাং (০৪৫) ৩০. জনাব মো:  জায়েদুল হক (০৮১) ৩১. জনাব মো: ময়েন উদ্দিন খান (০৬৩) ৩২. জনাব গোলাম মোস্তাকীম (০৫৮) ৩৩. জনাব মো: সিরাজুল ইসলাম (১৯০) ৩৪. জনাব মো: শফিক উল্যা (০৭১) ৩৫. জনাব মো: আবদুর রউফ শাহ্ (১১৮) ৩৬. জনাব মো: আবদুল বাছেত (১৩০) ৩৭. জনাব মো: সাখাওয়াতুজ্জামান খান (১২৮) ৩৮. জনাবা মো: আশরাফ আলী (১২১) ৩৯. জনাব মো: আলী আহ্ম্মদ (০০৭) ৪০. জনাব মো: আব্দুর রহমান (১০২) ৪১. জনাব মো: আব্দুল জলিল সরকার (১১৫) ৪২. জনাবা রীনা পারভীন (০৭০) ৪৩. জনাব মো: খুরশিদ আলম (১২০) ৪৪. জনাব অনিল চন্দ্র দাস (১৭৩) ৪৫. জনাব মো: আবদুর রব (১৬১) ৪৬. জনাব এ.এস.এম. কামাল উদ্দীন (১২২) ৪৭. মো: মফিজুল ইসলাম (০৯৩) ৪৮. জনাব এ.টি.এম. জুলফিকার হায়দার (০৯১) ৪৯. জনাব মো: আনোয়ার হোসেন (১৩৩) ৫০. জনাব মো: ইসমাইল হোসেন (১১২) ৫১. জনাব মো: সিরাজুল ইসলাম মোল্লা (০৩৯) ৫২. জনাবা হেলেন ছেরাও (১৩৬) ৫৩. জনাব অনুপ কুমার ধর (০৮৪) ৫৪. জনাব মো: ফরিদুল ইসলাম (০৫৯) ৫৫. জনাব এ.এম. মোতাহের হোসেন (১১১) ৫৬. জনাব মো: সিদ্দিকুর রহমান পাটওয়ারী (১৬৩) ৫৭. জনাব মো: শামছুল আলম (০৭৭) ৫৮. জনাব বশির আহমেদ (২৯) ৫৯. জনাব মো: রকিবুল হাসান (১৭০) ৬০. জনাব সত্যেন্দ্র কুমার সরকার (০৮৩) ৬১. সেখ মো: সারওয়ার্দী (০৯২) ৬২. জনাব মো: ইসলাম উদ্দিন (০৬৯) ৬৩. জনাব মো: আলাউদ্দিন (১৩১) ৬৪. জনাব মো:  আবদুল হালিম (১৮২) ৬৫. জনাবা শামসুন নাহার বেগম (শিরীন) (১৫১) ৬৬. জনাব মো: হারুন-অর-রশিদ (১২৪) ৬৭. জনাব মো: বজলুর রশিদ (টিটু) (০০৯) ৬৮. জনাব এ,এস,এম, মোস্তাফিজুর রহমান (০৯৯) ৬৯. জনাব মো: গোলাম ফয়সাল (১০৭) ৭০. জনাবা তহমিনা আকতার (১১৭) ৭১. জনাব মো: আজিজুর রহমান (১৫৭) ৭২. জনাবা কোহিনুর বেগম (০৭৪) ৭৩. জনাব সুধীর চন্দ্র ঘোষ (০৪৩) ৭৪. জনাব মো: কবির উদ্দিন (০২৭) ৭৫. জনাব চৌধুরী আক্তার আলী বেগ (০৬৮) ৭৬. জনাব মোস্তাফিজুর রহমান (১৩৮), ৭৭. জনাব মো: আবদুল হালিম (০৭৯) ৭৮. জনাব খোকন চন্দ্র শীল (১৮৩) ৭৯. জনাব আবদুল ওহাব হাওলাদার (০১৩) ৮০. জনাবা মাকসুদা আক্তার পাঠান (১৭৬) ৮১. জনাব মো: তারেকুল মোর্শেদ (০৪৯) ৮২. জনাবা এলিজান্নেছা (০৮৬) ৮৩. জনাব তাহের আহমেদ (১০৪) ৮৪. জনাব ফজলুল হক (১৩৫) ৮৫. জনাব মোফাজ্জল হোসেন (০৯৬) ৮৬. জনাব আবু ইউসুফ মীর (০২৮) ৮৭. জনাব মো: ইসরাইল হোসেন (০৪৮) ৮৮. জনাব শফিকুল ইসলাম (০৬২) ৮৯. জনাব আলী আহমেদ (০৮৮) ৯০. জনাব আবদুল ওয়াদুদ ভূঞা (০৪৭) ৯১. জনাব খন্দকার মঈন উদ্দিন (০৮০) ৯২. জনাব শামীম আনোয়ার (১০৬) ৯৩. জনাব মহিউদ্দিন (১৫৪) ৯৪. জনাব খলিলুর রহমান (০০১) ৯৫. জনাবা নিলুফা আক্তার (০৩৬) ৯৬. মিসেস সুফিয়া খাতুন (১৬৮) ৯৭. জনাব মো: হুসেন আলী (১৭৮) ৯৮. জনাব এম, এ, মোনেম তালুকদার (১৫৫) ৯৯. জনাব  মো: নুরুল আলম (১৬৫) ১০০. জনাবা লায়লা আক্তার খানম (১৩২) ১০১. জনাব আহমেদ আলী সরকার (প্লট নং-১০৩) ১০২. জনাব মো: আবদুস ছামাদ (০৭৫) ১০৩. জনাব মো: ফিরোজ মিয়া (১৪৬) ১০৪. জনাব মো: হাবিবুর রহমান (০২৪) ১০৫. মিসেস সামছুন নাহার (০১৭) ১০৬. জনাব মো: ফরমান আলী (০৫৪) ১০৭. জনাব সৈয়দ নুরুল আমিন (১৭৪) ১০৮. জনাব মো: তোফাজ্জল হোসেন (০৩৮) ১০৯. জনাব মো: আবদুল মালেক (০৭২) ১১০. জনাব মো: মজিবুর রহমান (০৮৯) ১১১. জনাব মাওঃ নুর মোহাম্মদ মোল্ল¬া (১৬২) ১১২. জনাব মো: মানিক মিয়া (১৮৬) ১১৩. জনাব মাধব কৃঞ্চ বোস (০১৯) ১১৪. জনাব হাজী মো: মুনছুর আলী সিকদার (০৭৩) ১১৫. জনাব মো: সফদর আলী শেখ (০২১) ১১৬. জনাব মো: নান্নু মিয়া (০৪৪) ১১৭. জনাব মো: তাজুল ইসলাম (০৫১) ১১৮. জনাব আলী আহমেদ গাজী (১৮৭) ১১৯. জনাবা প্রনতী রাণী রায় (০০৮) ১২০. জনাব এম.এম. মজিবুর রহমান (১৫৬) ১২১. জনাব মাওলানা এ. কে. এম. সিরাজুল ইসলাম (১৭৭) ১২২. জনাবা কামরুন নেসা (১৭৯) ১২৩. জনাব আবদুল ওহাব মিয়া (০৫৭) ১২৪. জনাব মো: জাকীর হোসেন (০২২) ১২৫. জনাবা তামান্না বেগম (১৮১) ১২৬. জনাব মো: আব্দুল লতিফ মন্ডল (১৫০) ১২৭. জনাব মো: শাহাজান মিজি (০১১) ১২৮. জনাব এ,টি,এম, আঃ হালিম (১৫৯) ১২৯. জনাব মো: ওয়াজেদ আলী (১৫৮) ১৩০. জনাব মো: মোজাম্মেল হক (০৩৭) ১৩১. জনাব মো: আবদুল লতিফ মোল্ল¬া (০২৫) ১৩২. জনাব গিয়াস উদ্দিন আহমদ (১২৬) ১৩৩. জনাব মোল্লা নাজমুল হক (০২০) ১৩৪. জনাব মো: জহুরুল হক (১৪০) ১৩৫. জনাব রুহুল আমিন (০৪০) ১৩৬. জনাব মোশাররফ হোসেন (০৯৪) ১৩৭. জনাব মো: সানাউল¬াহ (০৩৩) ১৩৮. জনাব মো: হাসান আলী হাওলাদার (১৬৪) ১৩৯. মো: তোফাজ্জল হোসেন চৌধুরী (১২৩) ১৪০. জনাব মো: আমিনুল হক (০১৫) ১৪১. জনাব মোঃ আনোয়ারুল হক (১৯১) ১৪২. জনাব মো: হেকমত আলী (১৫৩) ১৪৩. জনাব তোফায়েল আহমেদ (১১৩) ১৪৪. জনাব মো: মোজাম্মেল হক (১৪৯) ১৪৫. জনাব মো: জহুরুল ইসলাম (১৪৫) ১৪৬. জনাব ডাঃ আমিরুল ইসলাম (১৫২) ১৪৭. জনাব মো: নুরুল আমিন (১৮৮) ১৪৮. জনাব মো: খলিলুর রহমান (০০৬) ১৪৯. জনাব সুভাষ চন্দ্র দেবনাথ (০৩৫) ১৫০. জনাব মো: ইউনুস সিকদার (১৩৪) ১৫১. জনাব মো: আজম খান (১৬৬) ১৫২. বেগম সামসুন্নাহার (০১৬) ১৫৩. জনাব রেজা আউয়াল মৃধা (১৭৫) ১৫৪. জনাব মো: কামাল মল্লিক (০৬১) ১৫৫. জনাব মো: রশিদুজ্জামান (০৯৮) ১৫৬. জনাব মো: শরফুল আলম (০৬৪) ১৫৭. জনাবা আজিজা রহমান (১৪৭) ১৫৮. জনাব মোয়াজ্জেম হোসেন (০৫৫) ১৫৯. জনাব মো: আবদুল গফুর আকন্দ (১৮৫) ১৬০. জনাব সালাহ্ উদ্দিন মিয়া (১৭১) ১৬১. জনাব মো: মুনীর ইকবাল হামিদ (১৭১) ১৬২. জনাব মো: মাহফুজার রহমান সরকার (০৪৬) ১৬৩. এস. এ. কে. মো: এনামুল কবির হায়দার (০৪২) ১৬৪. জনাব মো: লুৎফর রহমান পাটোয়ারী (০৮৭) ১৬৫. জনাব মো: আফজাল হোসেন (১৭২) ১৬৬. জনাব জিন্নাত জেসমিন (০০২) ১৬৭. জনাব মধুসুদন মল্লিক (১৪১) ১৬৮. জনাব কাজী মজিবুল হক (০৫৩) ১৬৯. জনাব মো: মঞ্জুরুল করিম (১৩৯) ১৭০. জনাব মো: মহিবুল ইসলাম (০৬০) ১৭১. জনাব মো: আবদুর রহিম (১২৫) ১৭২. জনাব মো: জহুরুল ইসলাম (১৩৭) ১৭৩. জনাব মো: আলমগীর হোসেন (১১৬) ১৭৪. জনাব মো: সাইদুর রহমান খান (০২৩) ১৭৫. জনাব মো: নজরুল ইসলাম (০৬৬) ১৭৬. জনাব মো: আব্দুস সাত্তার (১০১) ১৭৭. জনাব মোঃ সালাউদ্দিন আহমেদ (০৩১) ১৭৮. জনাব নুরু মিঞা (১৬৭) ১৭৯. জনাব মো: আব্দুল মোতালেব (১৬৯) ১৮০. জনাব মো: মোজাফফর হোসেন তালুকদার (০৯৫) ১৮১. জনাব আঃকাঃমঃ মজিবুর রহমান (০৯০) ১৮২. জনাব বদরুল আলম খান লাভলু (০৩০) ১৮৩. জনাব জেড, এম, কামরুল আনাম (১১৪) ১৮৪. জনাব মো: তমিজউদ্দিন (০৩২) ১৮৫. জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন (০১৮) ১৮৬. জনাব মো: আব্দুর রাজ্জাক (০০৫) ১৮৭. জনাব সিরাজুল হক মোল্ল¬া (০০৩) ১৮৮. জনাব জিয়াউদ্দিন আহম্মদ (০৮৫) ১৮৯. জনাব মো: আবদুল জলিল (১১৯) ১৯০. জনাব মমতাজ উদ্দিন (১৮৪) ১৯১. জনাব সিরাজউদ্দিন আহমেদ (১৬০) ১৯২. জনাব মো: লিয়াকত আলী খাঁন (১৪৩) ১৯৩. জনাব নিতাই চান দত্ত (১২৭) ১৯৪. জনাব মো: ফজলুর রহমান (০৩৯) ১৯৫. জনাবা ফাতেমা বেগম (০০৭) ১৯৬. জনাব মোহাম্মদ আলী (০৫৭) ১৯৭. জনাব মো: আফাজ উদ্দিন (০৩২) ১৯৮. জনাবা মোসাম্মাৎ মমতাজ বেগম (০৪২) ১৯৯. জনাব মো: আব্দুল মালেক বিশ্বাস (০৩৬) ২০০. জনাবা দর্শনা সরকার (০৩৮) ২০১. জনাব মো: সাইদার রহমান (প্লট নং-০০২) ২০২. জনাব মো: মোশাররফ হোসেন (০২৯) ২০৩. জনাব বীরেন চন্দ্র মজুমদার (০০৩) ২০৪. জনাব মো: আবদুল মোল্লা (০৩৩) ২০৫. জনাব মো:  আতাউর রহমান (০৫৫) ২০৬. জনাব মো: মহিউদ্দিন (০০৯) ২০৭. জনাব মো: জসিম উদ্দিন (০০৯) ২০৮. জনাব মো: কাজী জহির হোসেন (০৩৫) ২০৯. জনাব মোঃ আবুল কাশেম (০২৭) ২১০. জনাব মো: শোকর আলী (০১২) ২১১. জনাব মো: নজরুল ইসলাম (০১১) ২১২. জনাবা জাহানারা বেগম (০৫৪) ২১৩. জনাব জহির আহমেদ (০০৬) ২১৪. জনাব হাবিবুর রহমান (০৪০) ২১৫. জনাব মো: শাজাহান মিয়া (০৪৫) ২১৬. জনাব আফসার উদ্দিন মোল্লা (০১৯) ২১৭. জনাব মো: মতি গাজী (০২১) ২১৮. জনাব মো: মহসিন (০১০) ২১৯. জনাব আবদুল  মান্নান শিকদার (০৫১) ২২০. জনাব মো: আবদুল করিম (০৪৯) ২২১. জনাব মো: আমির হোসেন (০০১) ২২২. জনাব মো: ইয়ার আলী (০০৮) ২২৩. জনাব মো: মোশাররফ হোসেন (০২৬) ২২৪. জনাবা কুলসুম বিবি (০২০) ২২৫. জনাব চাঁন মিঞা (০২৩) ২২৬. জনাব সোলায়মান তালুকদার (০০৪) ২২৭. জনাব মো: জাহাঙ্গীর আলম (০০৫) ২২৮. জনাব আইয়ুব আলী (০৩৪) ২২৯. জনাব আব্দুল মজিদ (০১৪) ২৩০. জনাব গোলাম মো: মুজিবুর রহমান (০২৪) ২৩১. জনাব মো: গোলাম নাসির উদ্দিন (০২২) ২৩২. জনাব রতন কুমার দাস (০৫৩) ২৩৩. জনাব জোয়াহের আলী (০১৫) ২৩৪. জনাব নূর ইসলাম (০১৬) ২৩৫. জনাব মীর মো: নওশাদ আলী (০১৩) ২৩৬. জনাব মো:  ময়নুল হক (০৩৭) ২৩৭. মো: আবুল কালাম (০১৭) ২৩৮. জনাব মো: আবদুল হালিম (০৪৪) ২৩৯. জনাব মো: আবুল কালাম (০২৫) ২৪০. জনাব মো: আবদুস সাত্তার (০৩১) ২৪১. জনাব হীরা লাল দে (০৪৭) ২৪২. জনাব মো: আবদুর রশিদ (০২৮) ২৪৩. জনাব মো: সুরুজ মিঞা (০৪৩) ২৪৪. জনাব মো: হযরত আলী (০৩০) ২৪৫. জনাব লক্ষণ (০৪১) ২৪৬. জনাবা হাছিনা বেগম (০৫২) ২৪৭. জনাব মো: আবদুস সাত্তার (০১৮) ২৪৮. জনাব মো: লেদু মিয়া (০৫০) ২৪৯. জনাব মো: মোতালেব হোসেন (১৪২) ২৫০. জনাব এম এ. রাজ্জাক (প্লট নং-০১০)।

সংশ্লিষ্ট লিঙ্ক:

*  ইউটিউব: টেক্সটাইল এসোসিয়েটস সিটি ২০২০ সালে কেমন ছিল

*  তুষারধারা ডট কম: টেক্সটাইল এসোসিয়েটস্ সিটি’র (Textile Associates City)  প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান : সংক্ষিপ্ত আলোকপাত – https://www.tushardhara.com/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/

*  ইউটিউব: টেক্সটাইল এসোসিয়েটস্ সিটি’র (Textile Associates City)  প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান : সংক্ষিপ্ত আলোকপাত- http://youtube.com/post/UgkxYsteUhTdqQru2HWRzPASGM5vyxNq9uuG?si=VwWVdyLsP4iX_JU_

*  ফেসবুক: টেক্সটাইল এসোসিয়েটস্ সিটি’র (Textile Associates City)  প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান : সংক্ষিপ্ত আলোকপাত- https://www.facebook.com/share/p/15JDb7m6zn/

*  ফেসবুক: টেক্সটাইল এসোসিয়েটস্ সিটি’র (Textile Associates City)  প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান : সংক্ষিপ্ত আলোকপাত- https://www.facebook.com/share/p/1H2EzpGoFo/

সর্বমোট পঠিত: 67

সর্বশেষ সম্পাদনা: ডিসেম্বর ৮, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭