সর্বশেষ লেখাসমূহ:

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন

Print Friendly, PDF & Email

তুষারধারা রিপোর্ট:
শিশুসাহিত্যিকগণের বিভিন্ন পর্বে লেখাপাঠে অংশগ্রহণের মধ্যদিয়ে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আগামী ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, লেখক, সংস্কৃতি ব্যক্তিত্ব ও শিশুসংগঠক আবুল মোমেন, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
৮ ডিসেম্বর বিকেলে শিশুসাহিত্যিকদের পরিচয় পর্বের মাধ্যমে শুরু হয়ে ৯ ডিসেম্বর সন্ধ্যায় সমাপনী পর্বের মধ্যদিয়ে শেষ হবে এই সম্মেলন।
সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিশুসাহিত্যিক ও বিজ্ঞান লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি থাকবেন শিশুসাহিত্যিক ফারুক হোসেন, শিশুসাহিত্যিক জাহীদ রেজা নূর, এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামসিয়া আই. মুতাসিম। সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মাহফুজুর রহমান।
মধ্যবর্তী অন্যান্য পর্বে অনুষ্ঠানের প্রোটোকল অনুসারে উপস্থিত থাকবেন শিশুসাহিত্যিক আলী ইমাম, কিশোর আলো সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক আসলাম সানী, প্রকাশক মাজহারুল ইসলাম, শিশুসাহিত্যিক আখতার হুসেন, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক মিহির মুসাকী, শিশু একাডেমীর পরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক কবি নাসির আহমেদ, শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী, সাতরং নির্বাহী সম্পাদক সুবলকুমার বণিক, শিশুসাহিত্যিক মারুফুল ইসলাম, বিজ্ঞানলেখক সুব্রত বড়ুয়া, শিশুসাহিত্যিক নাসের মাহমুদসহ আরও অনেকে।
সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে নিবন্ধিত সকল লেখকই আমন্ত্রিত বলে আয়োজকদের কাছ থেকে জানা গেছে।

সর্বমোট পঠিত: 279

সর্বশেষ সম্পাদনা: জানুয়ারি ২৩, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭