সর্বশেষ লেখাসমূহ:
ত্রৈমাসিক তুষারধারা’র আগামী সংখ্যার জন্য লেখা আহবান

ত্রৈমাসিক তুষারধারা’র আগামী সংখ্যার জন্য লেখা আহবান

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:
সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন তুষারধারা আগামী সংখ্যার জন্য লেখা আহবান করছে। যে কোন বয়সের যে কেউ এতে লেখা পাঠাতে পারবেন।

এ সংখ্যার বিষয়: প্রথম দেখার গল্প

আপনার ভালোবাসার মানুষ, জীবনসঙ্গী, বিয়ের পাত্র-পাত্রী (যার সঙ্গে আপনার বিয়ে হয়নি), সন্তান, বাবা, মা (সৎ মা), শ্বশুর, শাশুড়ি, দাদা, দাদী, নানা, নানী, মামা, মামী, খালা, খালু বন্ধু, পীর, মুরিদ কিংবা অন্য কেউ; তার সাথে আপনার প্রথম দেখা কবে, কখন, কোথায়, কিভাবে হয়েছিল, সেইসব মধুমাখা স্মৃতি, তিক্ত অভিজ্ঞতা, মজার অভিজ্ঞতা ইত্যাদি গল্পাকারে পাঠিয়ে দিন তুষারধারার ই-মেইলে।

লেখা পাঠানোর নিয়মাবলী:
১। গল্প হতে হবে সংক্ষিপ্ত। অণুগল্পও হতে পারে।
২। লেখা ই-মেইলে সুতন্নি এমজে ফন্টে পাঠাতে হবে। ইউনিকোডেও পাঠাতে পারেন।
৩। লেখার সাথে লেখকের ই-মেইল, চলনালাপনী নম্বরসহ যোগাযোগের পূর্ণ ঠিকানা পাঠাতে হবে।
৪। লেখায় কোন ব্যক্তি বা গোষ্ঠি যেন আঘাতপ্রাপ্ত না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
৫। মুদ্রিত গল্পগুলো ভবিষ্যতে বই আকারে প্রকাশ হতে পারে এবং পর্যায়ক্রমে তুষারধারা’র অনলাইন ভার্সন- তুষারধারা ডট কম-এ প্রকাশ করা হবে।
৬। ম্যাগাজিনের কপি নিজ উদ্যোগে সংগ্রহ করে নেয়ার অনুরোধ থাকবে।
৭। মেইলের বিষয়ে লিখতে হবে ‘প্রথম দেখার গল্প’।

যোগাযোগ:
তুষারধারা
রুম নং ৪৪ (২য় তলা)
সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টার
১২০ আউটার সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী
ঢাকা-১২১৭, বাংলাদেশ।
চলনালাপনী: ০১৭১২৭০১৬২৩।
ই- মেইল: tushardhara2012@gmail.com

আরও পড়ুতে ক্লিক করুন

বাংলা সাহিত্য লেখক অভিধান

বেছে নিন আপনার পছন্দের বই

নোবেল পুরস্কারের জন্য যেভাবে আবেদন করবেন

ভিডিওদেখতেক্লিককরুন

প্রেমের কবিতা ।। রুপালী মন 

বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

সর্বমোট পঠিত: 647

সর্বশেষ সম্পাদনা: মার্চ ২০, ২০২২ at ৩:৪৩ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭