হাবীবুল্লাহ সিরাজী
আমার দ্বিতীয় বেলাটি ভাসতে-ভাসতে জল থেকে উঠে এলো
ও কৈবর্তের বউ, গুগলি না শামুক
তাঁতের মধ্যে ভিজে যাওয়া টং
আর টংয়ের ঢালে গড়িয়ে পড়া একটা আকাশ
ধরতে-ধরতে নৌকাডুবি
ফিতে খোলা ছায়াটি হুঁশ পেতেই
ঠোকর দেয় কালবাউশ
ঠোঁটের ফাঁকে তখনো বেলা, আমার অবেলা
জলের ভাঁজে ছেঁড়া জাল
ডুবে যাচ্ছে সিঁথি, পোড়া লাল
ও বউ তোর কৈবর্তের খালে যে বর্ষা লেগেছে
আমার মরণ
আরও পড়ুতে ক্লিক করুন
নোবেল পুরস্কারের জন্য যেভাবে আবেদন করবেন
ভিডিও দেখতে ক্লিক করুন