নারী কিসে আটকায় : শম্পা ইসলাম মিনা
নারী যে কিসে আটকায়
সেতো বোঝে নারী যে
পুরুষ বেশে পথে নামে যে
নারী বলে তারে কে?
এখানে খুন ওখানে ধর্ষণ
প্রতিপদে তোর অপমান
এর জন্য নিজেও দায়ী নয়?
রাখলি না তো নিজের মান।
ঊর্ধ্ব গতিতে পথ চলিস তুই
দুর্ঘটনায় পতিত হলে
তখন নিজেকে দাবী করিস দেখি
তুই নারী, মায়ের জাতি বলে।
রূপ-যৌবনে তোর পড়লে ভাটা
বয়সের ঝটকায়
বুঝবি তখন, মিলবে হিসাব
নারী কিসে আটকায়।
২০২৩-০৮-২৮
সর্বমোট পঠিত: 226
সর্বশেষ সম্পাদনা: আগস্ট ২৮, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ