সর্বশেষ লেখাসমূহ:
নারী কিসে আটকায় : শম্পা ইসলাম মিনা

নারী কিসে আটকায় : শম্পা ইসলাম মিনা

Print Friendly, PDF & Email

নারী যে কিসে আটকায়

সেতো বোঝে নারী যে

পুরুষ বেশে পথে নামে যে

নারী বলে তারে কে?

 

এখানে খুন ওখানে ধর্ষণ

প্রতিপদে তোর অপমান  

এর জন্য নিজেও দায়ী নয়?  

রাখলি না তো নিজের মান।

 

ঊর্ধ্ব গতিতে পথ চলিস তুই

দুর্ঘটনায় পতিত হলে

তখন নিজেকে দাবী করিস দেখি

তুই নারী, মায়ের জাতি বলে।

 

রূপ-যৌবনে তোর পড়লে ভাটা

বয়সের ঝটকায়  

বুঝবি তখন, মিলবে হিসাব

নারী কিসে আটকায়।

সর্বমোট পঠিত: 226

সর্বশেষ সম্পাদনা: আগস্ট ২৮, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭