সর্বশেষ লেখাসমূহ:
পাঁচ লেখক পেলেন এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৭

পাঁচ লেখক পেলেন এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৭

Print Friendly, PDF & Email

তুষারধারা রিপোর্ট:
বাংলাদেশ ও দেশের বাহিরে বসবাসরত পাঁচ কৃতি ব্যক্তি পেলেন এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৭। পুরস্কার প্রাপ্তরা হলেন ইমদাদুল হক মিলন (বই- গা ছমছম), খন্দকার মাহমুদুল হাসান (বই- ইতিহাসের মজার গল্প), আনজীর লিটন (বই- ও ছড়া তুই যাস কই), মুজিব ইরম (বই- জয় বাংলা) এবং উত্তম সেন (কুটুম কুটুম বইয়ের শিল্পী)। ৫ অক্টোবর ২০১৮ বিকেল ৪টায় বাংলা একাডেমি’র আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক ও লোকসাহিত্য গবেষক শামসুজ্জামান খান, শিশুসাহিত্যিক আলী ইমাম, শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।


অনুষ্ঠানে সন্মাননা জানানো হয় কিশোর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদারকে। এছাড়া বই পড়া ও চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয় ৯২জন শিশু-কিশোরকে।


উল্লেখ্য পুরস্কার বিজয়ীগণ প্রত্যেকে পেয়েছেন ১৫ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট। শিশুকিশোররা পেয়েছে বই যার মূল্যমান সাত/আটশত টাকা থেকে চার হাজার।

সর্বমোট পঠিত: 315

সর্বশেষ সম্পাদনা: অক্টোবর ৭, ২০১৮ at ৫:০৭ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭