তুষারধারা রিপোর্ট:
গত ২৫ ডিসেম্বর ২০২০ তারিখে মনন ও মার্ক-এর যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের ফতুল্লা চৌধুরী বাড়ির মার্ক ভিলা’র অনু’র মনন চত্বরে কবি, গীতিকার, ছড়াকার মনির চৌধুরী মনু’র ২০ তম স্মরণ সভা ও নিবেদিত লেখা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আরিফ মঈনুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার সিরাজুল ফরিদ, কবি চঞ্চল মেহমুদ কাশেম, ছড়াকার গোলাম নবী পান্না। প্রধান আলোচক ছিলেন কবি মু. জালাল উদ্দীন নলুয়া।
ছড়াকার, গীতিকার এস এ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মনির চৌধুরী মনুকে নিয়ে বক্তব্য রাখেন ও লেখা পাঠ করেন কবি আরিফ মঈনুদ্দীন, ছড়াকার সিরাজুল ফরিদ, ছড়াকার গোলাম নবী পান্না, কবি মু. জালাল উদ্দিন নলুয়া, ছড়াকার নজরুল ইসলাম শান্তু, তুষারধারা সম্পাদক সাহিত্যিক ও সাহিত্য সাংবাদিক আমিনুল ইসলাম মামুন, রৌদ্রছায়া সম্পাদক আহমেদ রউফ, ছড়াকার জাহাঙ্গীর ডালিম, সত্যের পাতা সম্পাদক কবি ফরিদা ইয়াছমীন সুমনা প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মাবিয়া রহমান।
অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুতে ক্লিক করুন
প্রবন্ধ- অণুগল্পের ব্যাকরণ
সাহিত্য সংবাদ ।। অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার-১৪২৪ পাচ্ছেন যারা
মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ।। আকাশবাণী
ভিডিও দেখতে ক্লিক করুন
অনুষ্ঠানে দেয়া ছড়াকার আমিনুল ইসলাম মামুন-এর বক্তব্য
অনুষ্ঠানে কবি আরিফ মঈনুদ্দীনের কবিতা পাঠ
বিখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়ার কন্ঠে নিজের ছড়া- ‘ঠিক আছে ঠিক আছে’ এর পাঠ
সুমনা শান্তা-এর আবৃত্তিতে কবি আমিনুল ইসলাম মামুন-এর কবিতা- ঢাকার ছবি