সর্বশেষ লেখাসমূহ:
ম্যাজিক লণ্ঠনের জমজমাট কবিতার আড্ডা

ম্যাজিক লণ্ঠনের জমজমাট কবিতার আড্ডা

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:

‘লেখায় ভিন্নতা থাকা চাই। চর্বিত চর্বণ যেন হয়ে না যায়।’

‘সমাজের গভীরতম সংকট নিয়ে লেখা দরকার।’

‘আমাদের ঐতিহ্য থেকে ছড়ার উপাদান আসতে হবে।’

‘ছড়ার আধুনিকায়ন জরুরি।’

উপরোক্ত কথাগুলো বলেন ম্যাজিক লণ্ঠন সাপ্তাহিক কবিতার আড্ডা ৭৮৮-এর বক্তাগণ।

 গতকাল ৫ই আগস্ট ২০২২ তারিখ শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাঁটাবনে ম্যাজিক লণ্ঠন কার্যালয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

আড্ডার কবি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম শান্তু। সভাপতিত্ব করেন ম্যাজিক লণ্ঠন প্রধান সম্পাদক কবি রতন মাহমুদ।

আড্ডায় উপস্থিত, আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি রতন মাহমুদ, রেজাউদ্দিন স্টালিন, লিন্ডা আমিন, নজরুল ইসলাম শান্তু, বকুল আশরাফ, বাবুল আশরাফ, জাকির হোসেন কামাল, শেখ ফিরোজ আহমদ, মাহাবুবা লাকি, কামরুজ্জামান ভূঁইয়া, ইউসুফ রেজা, আতিয়ার রহমান, রমজান মাহমুদ, রুকসানা রহমান, সুপান্থ মিজান, কামরুজ্জামান কায়েম, শেলী সেলিনা, খন্দকার আতিক, গোলাম কিবরিয়া, দুর্বাশা দুর্বার, সোমা মাহমুদ, লিয়ন আজাদ, এস বি বিপ্লব, মাহমুদা আক্তার, কাব্য রাসেল, নূর মোহাম্মদ প্রমুখ।

 আড্ডা সঞ্চালনায় ছিলেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক রমজান মাহমুদ ও রুকসানা রহমান।

সর্বমোট পঠিত: 283

সর্বশেষ সম্পাদনা: আগস্ট ৬, ২০২২ at ৯:৩২ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭