সর্বশেষ লেখাসমূহ:
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর উদ্যোগে রবীন্দ্র নজরুল স্মরণ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর উদ্যোগে রবীন্দ্র নজরুল স্মরণ সভা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:  

গত ২৫ জুন ২০২১ বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর উদ্যোগে রবীন্দ্র নজরুল স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদ সভাপতি ডা. মো. সালা্হউদ্দিন শরীফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক কবি আনিস আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম তপন ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক কার্তিক সেন গুপ্ত। আলোচনায় অংশ গ্রহণ করেন সাহিত্য সংসদ এর সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী ও কবি ভিপি বেলায়েত।

কবিতা পাঠে অংশ গ্রহণ করেন সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক কবি অ আ আবীর আকাশ, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, ফুয়াদ হাসান রুবেল আহম্মেদ, নাসরীন জাহান রীনা, হুসাইন মুহাম্মদ রাসেল ও আবুল বারাকাত।

রবীন্দ্র নজরুল সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী নাসরীন জাহান রীনা।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এম জে আলম, বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসাইন, লিয়াকত আলী মাস্টার, সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক আহমেদ কাওছার, অর্থ সম্পাদক কবি রায়হানুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন রাজু, নির্বাহী সদস্য রেজাউল হক রানা, আবদুল আহাদ স্বাধীন, বিকেবি ক্লাবের সভাপতি ইসমাইল খান সুজন, মনিরুল হক রূপম, জহির আহম্মেদ ও শ্যামল চন্দ্র কর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান কূপমন্ডুকতা থেকে বেরিয়ে এসে রবীন্দ্র নজরুল এর সাহিত্য চর্চাসহ ব্যাপক জ্ঞান অর্জনের মাধ্যমে সাহিত্য চর্চায় ব্রতী হওয়ার জন্যে নতুন প্রজন্মের কবি লেখকদের প্রতি আহবান জানান।

বক্তারা ১৯২৭ সালে নজরুলের লক্ষ্মীপুর সফর স্মরণে লক্ষ্মীপুর টাউন হলের সামনে নজরুল মঞ্চ ও নজরুল ম্যুরাল স্হাপন এবং নজরুল এভিনিউ ঘোষণা ও পৌরসভার সামনে নজরুল তোরণ নির্মাণের জোর দাবি জানান।

আরও পড়ুতে ক্লিক করুন

বাংলা সাহিত্য লেখক অভিধান

নোবেল পুরস্কারের জন্য যেভাবে আবেদন করবেন

সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১-এর জন্য পাণ্ডুলিপি আহবান

ভিডিও দেখতে ক্লিক করুন

বিখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়ার কন্ঠে নিজের ছড়া- ‘ঠিক আছে’ এর পাঠ

প্রেমের কবিতা ।। রুপালী মন ।।

বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

সর্বমোট পঠিত: 212

সর্বশেষ সম্পাদনা: জুন ২৬, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭