তুষারধারা ডেস্ক:
লেখকগণ হচ্ছেন সমাজের বিবেক। সমাজের সঙ্গতি-অসঙ্গতি আপনারা তুলে ধরেন দায়িত্বশীলতার সাথে। সমাজের অনাকাঙ্খিত চিত্রগুলো আপনাদের চোখ এড়িয়ে যেতে পারে না। এই অনাকাঙ্খিত বিষয়গুলোও কখনও কখনও হৃদয় বিদারক হতে দেখা যায়। বিশেষ করে সন্তান হত্যায় বাবা মায়ের সংশ্লিষ্টতা কিংবা সন্তানের বিপথগামী হওয়ার পেছনে বাবা মায়ের উদাসীনতা বা দায়িত্বে অবহেলায় বুঝতে বাকি থাকে না মানবিকতা, সভ্যতা, দায়িত্বশীলতা কোন অবস্থায় গিয়ে পৌঁচেছে। সন্তান হত্যায় বাবা কিংবা মায়ের সংশ্লিতা উদ্বেগজনক হারে বেড়ে চলছে। এই অনাকাঙ্খিত, নিন্দনীয়, রুচির বিকৃত অবস্থা থেকে উত্তরণের জন্য লেখকদেরকে অধিক কষ্ট স্বীকার করে হলেও অতীতের চাইতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখা প্রয়োজন হয়ে পড়েছে। সমাজে ভালোবাসা, সভ্যতা, দায়িত্বশীলতা ও মানবিকতাবোধের তলানিটুকু নিঃশেষ হওয়ার আগেই সবাইকে আরও অধিক সচেতন করা প্রয়োজন। তা না হলে নিশ্চিত করে বলা যায়, আমাদের সামনে গাঢ় অন্ধকার অপেক্ষা করছে।
উল্লেখিত বিষয়ে সমাজে অধিক সচেতনতা তৈরী করার লক্ষে ২০০৫ সালের ১৫ নভেম্বর থেকে পালিত হয়ে আসছে ‘সন্তান দিবস’। চলতি বছর এ দিবসকে কেন্দ্র করে প্রকাশিত হতে চলেছে একটি বিশেষ অনলাইন ম্যাগাজিন। প্রকাশিতব্য এই ম্যাগাজিনটি আপনাদের লেখা দিয়েই সমৃদ্ধ হবে বলে জানা গেছে। সেই লক্ষে আপনাদের কাছ থেকে এ বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ, প্রতিবেদন, গল্প, কবিতা, ছড়া প্রভৃতি আহবান করেছেন সংশ্লিষ্টরা। আগামী ১২ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ই-মেইলে পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার ও ই-মেইল উল্লেখপূর্বক প্রেরণের অনুরোধ জানিয়েছেন তারা।
ই-মেইল: childdaybd2005@gmail.com
চলনালাপনী: ০১৭১২৭০১৬২৩