তুষারধারা ডেস্ক:
সৃজনশীল সাহিত্য সংগঠন সাহিত্যঘর-এর সপ্তম সাহিত্যানুশীলন গত ২৬শে ফেব্রুয়ারি ২০২১ নারায়ণগঞ্জের গাবতলীস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক নূরজাহান নীরা। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোঃ আলাল, মোঃ নূর ইসলাম বাদল, মোঃ বশির উদ্দিন, মামুন বাবুল, লুবনা আক্তার সুমী, মোস্তফা কামাল সোহাগ।
ছড়া পাঠ করেন ছড়াকার নূরজাহান নীরা, মোঃ জান্নাতুল ফেরদৌস, চান মিয়া চান্দু, ফরিদ আহমেদ হৃদয় প্রমুখ।
আবৃতি করেন মিশরাত জাহান পাথার।
নূর ইসলাম বাদল-এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পঠিত লেখার উপর আলোচনা করেন চঞ্চল মেহমুদ কাশেম। সাহিত্য সভায় শ্রেষ্ঠ লেখক নির্বাচিত হন ফরিদ আহমেদ হৃদয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মামুন বাবুল। অনুষ্ঠানটি শেষ হয় গান আর আপ্যায়নের মধ্য দিয়ে।