সর্বশেষ লেখাসমূহ:
সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১-এর জন্য পাণ্ডুলিপি আহবান

সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১-এর জন্য পাণ্ডুলিপি আহবান

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:

বাংলা ভাষা, সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে নিজস্বতা বজায় রেখে যাঁরা লেখালেখির চর্চা

করছেন তাদের পৃষ্ঠপোষকতা করার লক্ষ্যে ‘সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১’ প্রদান করতে যাচ্ছে প্রকাশনা সংস্থা ‘সাহিত্যদেশ’।

পাণ্ডুলিপির বিষয় ও এ সংক্রান্ত অন্যান্য তথ্য নিন্মরূপ:  

১. শিক্ষা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট

(আত্ম-উন্নয়ন/মোটিভেশনাল, শিক্ষার উন্নয়ন, কর্ম-উন্নয়ন, জীবনভিত্তিক লেখা। শব্দস্যংখ্যা : অনূর্ধ্ব

৪০ হাজার।

২. গণমাধ্যম : প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়া

(চলচ্চিত্র, সাংবাদিকতা, ফেসবুক, ফটোগ্রাফি, বøগ, ইউটিউব অর্থাৎ ইন্টারনেট সংক্রান্ত লেখা।

শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার।)

৩. কথাসাহিত্য

(গল্প, উপন্যাস, নাটক, রম্য। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৩০ হাজার।)

৪. শিশুসাহিত্য

(১১ বছর বয়স পর্যন্ত শিশুদের উপযোগী শিক্ষামূলক গল্প, কমিক্স, ছড়া। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৫ হাজার,

ছড়া ২০টা, কমিক্সের ক্ষেত্রে শব্দসংখ্যা উন্মুক্ত।)

৫. কিশোরসাহিত্য

(১২-১৮ বছর বয়েসী কিশোরদের উপযোগী শিক্ষামূলক গল্প, কবিতা, গোয়েন্দা উপন্যাস, সায়েন্স

ফিকশন, কমিক্স। শব্দস্যংখ্যা : অনূর্ধ্ব ২০ হাজার। কবিতা ৫৬টা, কমিক্সের ক্ষেত্রে শব্দসংখ্যা উন্মুক্ত)

৬. ধর্মচিন্তা ও জীবনধারা

(যে কোনো ধর্ম বিষয়ক যে কোনো লেখা। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার।)

৭. ইতিহাস-ঐতিহ্য

(বঙ্গবন্ধু, বাংলা, বাঙালি সংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, পুরাকীর্তি, নৃতাত্তি¡ক গবেষণা, আঞ্চলিক

ইতিহাস, পর্যটন শিল্প সংক্রান্ত লেখা। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার।)

৮. ভ্রমণসাহিত্য

(ভ্রমণকাহিনি, ভ্রমণ বিষয়ক প্রবন্ধ। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার।)

৯. স্বাস্থ্য

(স্বাস্থ্য, চিকিৎসা, পরিবেশ, ব্যয়াম সংক্রান্ত লেখা। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৪০ হাজার।)

১০. খেলাধুলা

(ক্রিকেট ও ফুটবলসহ দেশের ঐতিহ্যবাহী খেলাধুলা সংক্রান্ত লেখা। শব্দসংখ্যা : অনূর্ধ্ব ৩৫ হাজার।)

১১. কবিতা

(যে কোনো ধরনের কবিতা, পুঁথি। ৫৬ থেকে ৭২টি)

পাণ্ডুলিপি পাঠানোর নিয়মাবলি:

* বাংলা ভাষী যেকোনো লেখক এতে অংশ নিতে পারবেন।

* লেখকের কোনো বয়সসীমা নেই।

* বাংলায় লিখিত মৌলিক ও অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে।

* পাণ্ডুলিপি পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর, ২০২১।

* একজন লেখক যেকোনো ৩টি বিষয়ে পাণ্ডুলিপি জমা দিতে পারবেন।

* লেখার মান অনুযায়ী প্রতি বিভাগে এক বা একাধিক লেখককে বিজয়ী ঘোষণা করা হবে।

* পাণ্ডুলিপি সুতন্বী এমজে অথবা ইউনিকোড ফরমেটে কম্পোজ করে সফটকপি ই-মেইলে এবং

প্রিন্ট কপি কুরিয়ার অথবা সশরীরেও পৌঁছানো যাবে।

* পাণ্ডুলিপি অবশ্যই বাংলা একাডেমি অভিধান অনুসরণ করে প্রমিত নিয়মে বানান সংশোধন

করে পাঠাতে হবে।

* প্রেরিত পাণ্ডুলিপি মূল ফন্ট সাইজ থাকবে ১৩। শিরোনামের ফন্ট প্রয়োজনমতো।

* লেখা পাঠানোর সময় ‘পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২১’ এবং বিভাগ উল্লেখ করতে হবে।

* পাণ্ডুলিপির সফটকপি পাঠানোর ইমেইল: sahityodesh@gmail.com

* প্রিন্টকপি পাঠানোর ঠিকানা : সাহিত্যদেশ, হোসাফ টাওয়ার ২য় তলা, রুম-৭৭, মালিবাগ মোড়,

ঢাকা। মোবাইল ফোন : ০১৮২৯৩৮৯৯১২, ০১৯১৪৮৭৬১৪৭

* পাণ্ডুলিপির সাথে লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি, মোবাইল ফোন নম্বর ও ইমেইল এড্রেস

যুক্ত করতে হবে।

* পাণ্ডুলিপির প্রথম পাতায় বিষয়বস্তু সম্পর্কে এক পৃষ্ঠায় সারাংশ লিখতে হবে।

* পুরস্কারের জন্য পাঠানো পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণার আগে অন্য কোনো প্রতিষ্ঠানে পাঠানো

যাবে না এবং অংশবিশেষ কোনো মাধ্যমে প্রকাশ করা যাবে না।

* মুক্তিযুদ্ধ, সমাজ, রাষ্ট্র ও ধর্ম বিরোধী, নৈতিকতা ও মূল্যবোধহীন পাণ্ডুলিপি গ্রহণযোগ্য নয়।

পাণ্ডুলিপি প্রকাশের নিয়মাবলি:

* প্রতিযোগিতার সকল বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য

হবে।

* জমাকৃত পাণ্ডুলিপি থেকে জুরিবোর্ডের মাধ্যমে প্রতি বিভাগে এক (০১) জন করে শ্রেষ্ঠ হিসেবে

মনোনীত করা হবে। তবে কোনো বিভাগে মানসম্মত পাণ্ডুলিপি পাওয়া না গেলে সে বিভাগের

পুরস্কার ঘোষণা দেওয়া হবে না।

* পুরস্কার বিজয়ী লেখকদের নাম ঘোষণা করা হবে ১০ ডিসেম্বর, ২০২১ তারিখে।

* বিজয়ী লেখকদের প্রত্যেককে ৫,০০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট, প্রশংসাপত্র ও সনদ

প্রদান করা হবে।

* নির্বাচিত পাণ্ডুলিপি নিজ দায়িত্বে প্রকাশ করবে সাহিত্যদেশ।

* বিজয়ী পাণ্ডুলিপিগুলোর প্রকাশনাস্বত্ব সাহিত্যদেশ-এর থাকবে।

* লেখক সৌজন্য কপি হিসেবে ১০কপি বই এবং প্রকাশনার নিয়ম অনুযায়ী রয়ালিটি (বিক্রয়োত্তর)

পাবেন।

* নির্বাচিত লেখকদের সাথে সাহিত্যদেশ লিখিত প্রকাশনা চুক্তিপত্রে আবদ্ধ হবে।

* পাণ্ডুলিপি পাঠানোর পর তাগাদা দেওয়া কিংবা ব্যক্তিগত যোগাযোগ করা যাবে না।

আরও পড়ুতে ক্লিক করুন

বাংলা সাহিত্য লেখক অভিধান

নোবেল পুরস্কারের জন্য যেভাবে আবেদন করবেন

ভিডিও দেখতে ক্লিক করুন

বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

শেষ বিদায়ের গান ।। আপন ঘর ।।

প্রেমের কবিতা ।। রুপালী মন ।।

সর্বমোট পঠিত: 436

সর্বশেষ সম্পাদনা: জুন ৩, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭