তুষারধারা রিপোর্ট:
গতকাল ২৩শে সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সকাল দশটায় নারায়ণগঞ্জ পুলিশলাইন টাগারপাড় মিশরাত হোমিও হেলথ্ কেয়ার-এ সৃজনশীল সাহিত্যঘরের ১৯তম সাহিত্য অনুশীলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বরচিত লেখা ছড়া পাঠ করেন মুজিবুল হক বাদল, এম নাজমুল হাসান, ইকবাল হোসেন রোমেছ, মোঃ নুর ইসলাম বাদল, কাজী আনিসুল হক হীরা, মনির জামান, মোস্তফা কামাল সোহাগ, নূরজাহান নীরা, মোঃ জান্নাতুল ফেরদৌস ও আল আমিন বৈরাগী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন কবি মুজিবুল হক বাদল। সঞ্চালনা করেন কবি মনির জামান। সভাপতিত্ব করেন নূরজাহান নীরা।
আগত লেখকদের লেখা পাঠ, সংক্ষিপ্ত বক্তব্য ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
আরও পড়ুতে ক্লিক করুন
সৃজনশীল সাহিত্যঘরের ১৮তম সাহিত্য অনুশীলন
আদমজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদের ১৬তম সাহিত্য সভা অনুষ্ঠিত
বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের আয়োজনে গ্রীষ্মের ছড়া-কবিতা পাঠ
ভিডিও দেখতে ক্লিক করুন
যে বক্তব্যটি আপনার মনোভাব পাল্টে দেবে
গ্যাঞ্জাম ।। Ganjam ।। মতিউর রহমান মনির এর ছড়া
আমিনুল ইসলাম মামুনের যে বক্তব্যটি আপনাকে লেখক হতে সাহায্য করবে