এনামুল শেখ
তোমরা যারা দিশেহারা
আলোর খোঁজে আজ
হবেই দেখো জয় তোমাদের
নামুক যতই সাঁঝ।
তোমরা যারা বাঁধনহারা
বিশ্ব হাতে চাও
পাবেই দেখো কূল-কিনারা
ডুবুক যতই নাও।
তোমরা যারা ছন্নছাড়া
চাঁদ তারা চাও হাতে
ভাগ্য দেখো দিবেই দেখা
সাহস রেখো সাথে।
তোমরা যারা সর্বহারা
স্বপ্ন চোখের কোণে
হবেই দেখো স্বপ্নপূরণ
আস্থা রেখো মনে।