সর্বশেষ লেখাসমূহ:
স্বপ্নপূরণ

স্বপ্নপূরণ

Print Friendly, PDF & Email

এনামুল শেখ

তোমরা যারা দিশেহারা
আলোর খোঁজে আজ
হবেই দেখো জয় তোমাদের
নামুক যতই সাঁঝ।

তোমরা যারা বাঁধনহারা
বিশ্ব হাতে চাও
পাবেই দেখো কূল-কিনারা
ডুবুক যতই নাও।

তোমরা যারা ছন্নছাড়া
চাঁদ তারা চাও হাতে
ভাগ্য দেখো দিবেই দেখা
সাহস রেখো সাথে।

তোমরা যারা সর্বহারা
স্বপ্ন চোখের কোণে
হবেই দেখো স্বপ্নপূরণ
আস্থা রেখো মনে।

সর্বমোট পঠিত: 175

সর্বশেষ সম্পাদনা: জুন ২৫, ২০২০ at ৬:৪৫ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭