কেউ জানে না কিছু
আমিনুল ইসলাম মামুন
বন্ধ চাকা খুললো যখন
চেষট্রি দিন পরে
মিছিল যেনো ছুটলো এবার
রইল না কেউ ঘরে।
করোনাও ছুটবে
দুর্ভাগ্য জুটবে!
না কি রাতের আঁধার কেটে
ভোরের আলো ফুটবে?
কেউ জানে না কিছু
আমরা সবাই ছুটছি তবে
মরিচিকার পিছু?
(ছড়াকার ছড়াটি লিখেছেন ২০২০ সালে দেশ চেষট্রি দিন লকডাউনে থাকার পর যেদিন লকডাউন তুলে নেয়া হল।)
২০২১-০৪-১৭
সর্বমোট পঠিত: 187
সর্বশেষ সম্পাদনা: এপ্রিল ১৭, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ