সর্বশেষ লেখাসমূহ:
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন ও সৃজনশীল সাহিত্যঘরের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন ও সৃজনশীল সাহিত্যঘরের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Print Friendly, PDF & Email

তুষারধারা রিপোর্ট:

গতকাল ১৯শে মে ২০২৩ শুক্রবার সকাল ১০ দশটায় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র দুই নম্বর রেলগেটে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন ও সৃজনশীল সাহিত্যঘরের যৌথ আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। উক্ত আয়োজনে সমবেত হন ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানার কবি লেখক সাহিত্যিকবৃন্দ। দুই নম্বর রেলগেট থেকে শেখ রাসেল পার্ক পর্যন্ত র‍্যালি করা হয়। সেখানে বৃক্ষরোপনের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা অংশে বক্তব্য রাখেন,দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন তরু, কবি ও শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, বাংলা একাডেমির সদস্য কবি ইয়াদি মাহমুদ , সৃজনশীল সাহিত্যঘরের সভাপতি নূরজাহান নীরা, কবি আল আমিন বৈরাগী, কবি মনির জামান, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি এম ডি সোহেল, কবি ও শিক্ষিকা লুবনা আক্তার সুমি, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সহ-সভাপতি কবি জান্নাতুল ফেরদৌস, কবি ইয়াকুব কামাল, গাবতলী ফুটবল কোচিং সেন্টারের প্রশিক্ষক ইয়াছিন আরাফাত জজ, বাংলা একাডেমির সদস্য লেখক ও সম্পাদক আমিনুল ইসলাম মামুন।

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি কবি ইকবাল হোসেন রোমেছ, কবি ডাঃ খোরশেদ আলম খান, কবি তাছলিমা আক্তার পাভীন, ইয়াসিন আরাফাত অরণ্য, বাংলাদেশ পঞ্চায়েত পার্টির চেয়ারম্যান রহিম শেখ,ও আবু বকর সিদ্দিকীসহ আরও অনেকে। আয়োজনে আগত কবি লেখক প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে আয়োজনকে স্বাগত জানান এবং বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা নিয়ে বিস্তর আলোচনা করেন এবং প্রত্যেকটি জেলা-থানায় এ ধরণের আয়োজনের আহবান জানান। সকাল ১০টায় আয়োজন শুরু হয়ে দুপুর ১২:৩০ এ আয়োজন শেষ হয়।

এ ধরণের আয়োজন চলমান থাকবে আগামীতেও- এমন প্রত্যাশা আগত কবি লেখকদের। আয়োজনে আগত সকল কবি লেখকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন ও সৃজনশীল সাহিত্যঘর- সংগঠন দুটি। আয়োজনে ১০০ গাছ লাগানোর জন্য বিতরণ করা হয়।

এই বছর ১,০০০ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সংগঠন দুটির। আর এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সাহিত্যের কাগজ মাসিক বাহান্ন। আগামী আয়োজন ধরে রাখতে সবাইকে আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন ইকবাল হোসেন রোমেছ।

সর্বমোট পঠিত: 142

সর্বশেষ সম্পাদনা: মে ২০, ২০২৩ at ৪:২৬ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭