আখতারুল ইসলাম
বাবা কোথায়? কোন সে দূরে পাই খুঁজে পাই তাকে
বাবার জন্য কাঁদতে দেখি নীরব শোকে মাকে।
ভাইয়া ডাকে বোনটি ডাকে, বাবার নীরবতা
ছবির ফ্রেমে বাবা হাসে বলে না যে কথা ।
সন্ধ্যার পর আঁধার নামে রাত্রি যখন আসে
বাবার ছবি বুকে নিয়ে ঘুমাই তারই পাশে।
হঠাৎ করে ঘুম ভেঙে যায় চাঁদের আলো ঝরে
বাবা কাছে বসে আছে হাতটি আমার ধরে।
স্বর্গ যেন নেমে আসে আমার পৃথিবীতে
মা-বোনদের বলছে কথা, করুণ চাহনিতে।
বলল আরও, মনে আছে ক্রিকেট খেলার দিন
বিকেলগুলো তাড়াতাড়ি কেমনে হতো লীন।
বুকের ভেতর নড়ে চড়ে স্বপ্নমাখা মন
স্মৃতির সাগর সাঁতরে বেড়াই, মায়াময় সে ক্ষণ।
ভাই-বোনদের ঝগড়া হলে মা বকুনি দিতো
বাবার ছিল আদর সোহাগ সেসব ভুলিনি তো।
খেলার মাঠে হারিয়ে গেলে খুঁজতে তুমি যেতে
দেখতে যখন আমি আছি ডাংগুলিতে মেতে।
তোমার হাতে হাতটি রেখে ফিরছি কত বাড়ি
মা রেগে কয়, বাবা-ছেলের সঙ্গে দিলাম আড়ি।
মান অভিমান পড়ালেখা চলতো বাড়ি জুড়ে
সামনে যাবার পথ দেখালে গানের সুরে সুরে।
বললে শেষে, মা-বোনকে সারা জীবন দেখো
বুকে নিয়ে বলছো আবার সবাই ভালো থেকো।
হঠাৎ যেন নীল জোনাকির প্রদীপ জ্বলে ঘরে
দূর আকাশে হারিয়ে গেলে পঙ্খিরাজে চড়ে!
ঘুম ভাঙতে তোমায় খুঁজি, বাবা তুমি কই?
তোমার ছবি বুকে ধরে একলা বসে রই।