বিশ্বকাপে বিশ্ব কাঁপে
চায়ের কাপে ঝড়
টিভি সেটের সামনে সবাই
নেই কোন নড়চড়।
নিজের দলটি পেলে বলটি
ঝড় ওঠে যায় খুব
অন্য দলের লোক সকলে
তখন থাকে চুপ।
গভীর রাতে দেখছে খেলা
নেই তো কারো ঘুম
পাড়ায় পাড়ায় খেলা দেখার
পড়ছে মহাধুম।
আরও পড়ুতে ক্লিক করুন
গোল
ভিডিও দেখতে ক্লিক করুন
World Cup Football ।। Football Rhyme
প্রাণ পেতে শুরু করেছে ঝিমিয়ে পড়া ফুটবল