সর্বশেষ লেখাসমূহ:
ভৌতিক গল্পের বইয়ের জন্য লেখা আহবান 

ভৌতিক গল্পের বইয়ের জন্য লেখা আহবান 

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:

প্রকাশনা প্রতিষ্ঠান তুষারধারা থেকে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে একটি ভৌতিক গল্পের বই।  এতে গল্প লিখতে পারেন আপনিও।

 লেখা পাঠানোর নিয়মাবলী:

১। গল্পের সাথে লেখকের জন্ম তারিখ ও সাল অবশ্যই লিখতে হবে।

২। লেখা ই-মেইলে সুতন্নি এমজে ফন্টে পাঠাতে হবে। ইউনিকোডেও পাঠাতে পারেন।  

৩। লেখার সাথে লেখকের ই-মেইল, চলনালাপনী নম্বরসহ যোগাযোগের পূর্ণ ঠিকানা পাঠাতে হবে।

৪। গল্পের শব্দ সংখ্যা হতে হবে ৪৫০-৫০০ শব্দের মধ্যে। 

৫। বইয়ের কপি নিজ উদ্যোগে সংগ্রহ করে নিতে হবে।

৬। বিস্তারিত জানতে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।

 

যোগাযোগ:

তুষারধারা

রুম নং ৪৪ (২য় তলা)

সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টার

১২০ আউটার সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী

ঢাকা-১২১৭, বাংলাদেশ।

চলনালাপনী: ০১৭১২৭০১৬২৩।

ই- মেইল: tushardhara2012@gmail.com      

সর্বমোট পঠিত: 312

সর্বশেষ সম্পাদনা: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭