সর্বশেষ লেখাসমূহ:
সন্তান বিষয়ক বইয়ের জন্য লেখা আহবান করেছে প্রকাশনা প্রতিষ্ঠান- তুষারধারা 

সন্তান বিষয়ক বইয়ের জন্য লেখা আহবান করেছে প্রকাশনা প্রতিষ্ঠান- তুষারধারা 

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:
প্রকাশনা প্রতিষ্ঠান তুষারধারা থেকে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে সন্তান দিবসের (১৫ই নভেম্বর) সাহিত্যমালা স্বপ্ন ফোটে আলোর চোখে’ নামক শিশুতোষ ছড়াগ্রন্থ। এতে ছড়া লিখতে পারেন আপনিও।

লেখা পাঠানোর নিয়মাবলী:
১। ছড়ার সাথে ছড়াকারের জন্ম তারিখ ও সাল অবশ্যই লিখতে হবে।
২। লেখা ই-মেইলে সুতন্নি এমজে ফন্টে পাঠাতে হবে। ইউনিকোডেও পাঠাতে পারেন।
৩। লেখার সাথে লেখকের ই-মেইল, চলনালাপনী নম্বরসহ যোগাযোগের পূর্ণ ঠিকানা পাঠাতে হবে।
৪। ছড়া হতে হবে শুধুমাত্র সন্তান বিষয়ক (যেমন: আপনার সন্তান। আপনি-আমি; আমরাও বাবা-মায়ের সন্তান, সেই দৃষ্টিকোণ থেকেও হতে পারে)।
৫। মুদ্রিত লেখাগুলো পর্যায়ক্রমে তুষারধারা’র অনলাইন ভার্সন- তুষারধারা ডট কম-এ প্রকাশ করা হবে।
৬। বইয়ের কপি নিজ উদ্যোগে সংগ্রহ করে নেয়ার অনুরোধ থাকবে।
৭। মেইলের বিষয়ে লিখতে হবে: সন্তান দিবসের সাহিত্যমালা স্বপ্ন ফোটে আলোর চোখে’।

যোগাযোগ:
তুষারধারা
রুম নং ৪৪ (২য় তলা)
সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টার
১২০ আউটার সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী
ঢাকা-১২১৭, বাংলাদেশ।
চলনালাপনী: ০১৭১২৭০১৬২৩।
ই- মেইল: tushardhara2012@gmail.com


আরও পড়ুতে ক্লিক করুন

কেউ জানে না কিছু

ছড়াকার লুৎফর রহমান রিটন এর লেখা- আম্মা

ত্রৈমাসিক তুষারধারা’র আগামী সংখ্যার জন্য লেখা আহবান

ভিডিও দেখতে ক্লিক করুন

খামারির বাগানের গাছপাকা বাংলা কলা

কবিতা আবৃত্তি । কবি নির্মলেন্দু গুণ । কবি ও আবৃত্তিকার হাসান কল্লোল

তু ক্যানে কাদা দিলি সাদা কাপড়ে

সর্বমোট পঠিত: 247

সর্বশেষ সম্পাদনা: মে ১০, ২০২২ at ১২:২৪ অপরাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭