স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়নগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৮ম সাহিত্যানুষ্ঠান ও ইফতার পার্টি
তুষারধারা রিপোর্ট:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আয়োজিত ৮ম সাহিত্যানুষ্ঠান ও ইফতার পার্টির আয়োজন ছিল ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা সংসদ ভিআইপি লাউঞ্জে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সংগীতশিল্পী এস এ শামীম। আলোচক ছিলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান সাহিত্যিক মিজান মিলকী ও প্রখ্যাত ছড়াকার নজরুল ইসলাম শান্তু।
স্বরচিত লেখার উপর আলোচনা করেন লেখক ও সম্পাদক আমিনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রখ্যাত ছড়াকার মতিউর রহমান মনির, বিশিষ্ট আবৃত্তিশিল্পী কবি প্রিন্স এ ওয়াকী, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এস এম সাহাব উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার জাহাঙ্গীর ডালিম, কবি ও সাহিত্যিক কাজী আনিসুল হক হীরা, কবি ও সম্পাদক কাজী নাজিম উদ্দিন সুমন, জনাব মোহাম্মদ হযরত আলী, জনাব মোঃ ফিরোজ শাহ্ ও জনাব এহসান উদ্দিন তুষার।
স্বরচিত লেখাপাঠে অংশগ্রহণ করেন যথাক্রমে কবি জান্নাতুল ফেরদৌস, কবি এম আর সেলিম, কবি সাঈদ দেলোয়ার, কবি আবুল কালাম আজাদ, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি অলিউল্লা, কবি এস এম শাহাবুদ্দিন, কবি ওমর ফারুক আল মামুন, কবি ইসরাত রুবাইয়া, কবি নাহিদুল ইসলাম, কবি সুমন সরকার, ছড়াকার মতিউর রহমান মনির, লেখক মিজান মিলকী, ছড়াকার এস এ শামীম, ছড়াকার নজরুল ইসলাম শান্তু, কবি প্রিন্স এ ওয়াকী, কবি ও গল্পকার মোহাম্মদ আল মনির, সংগঠনের সভাপতি কবি ইকবাল হোসেন রোমেছ, ছড়াকার জাহাঙ্গীর ডালিম, কবি আনিসুল হক হীরা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আবু হুরায়রা নিলীম, হাসান মাহমুদ সুপ্ত, মীর রিদোয়ান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ও গল্পকার মোহাম্মদ আল মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি কবি ইকবাল হোসেন রোমেছ। ইফতার মুহূর্তে দোয়া পাঠ করেন কবি ও ছড়াকার মতিউর রহমান মনির।
২০২৩-০৩-২৭
সর্বমোট পঠিত: 168
সর্বশেষ সম্পাদনা: মার্চ ২৭, ২০২৩ at ৩:৫১ পূর্বাহ্ণ