সর্বশেষ লেখাসমূহ:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা

Print Friendly, PDF & Email

তুষারধারা ডেস্ক:
২৫ জানুয়ারি ২০২১ তারিখে ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করেছেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয় পুরস্কারপ্রাপ্ত দশ কবি-লেখকের নাম।
পুরস্কারপ্রাপ্তরা হলেন মুহাম্মদ সামাদ (কবিতা), ইমতিয়ার শামীম (কথাসাহিত্য), বেগম আকতার কামাল (প্রবন্ধ/গবেষণা), সুরেশরঞ্জন বসাক (অনুবাদ), রবিউল আলম (নাটক), আনজীর লিটন (শিশুসাহিত্য), সাহিদা বেগম (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), অপরেশ বন্দ্যোপাধ্যায় (বিজ্ঞান/কল্পবিজ্ঞান), ফেরদৌসী মজুমদার (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি) ও মুহাম্মদ হাবিবুল্লা পাঠান (ফোকলোর সাহিত্য)।

সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।
উল্লেখ্য, ১৯৬০ সালে এ পুরস্কার প্রবর্তিত হয়। এ পর্যন্ত তিন শতাধিক লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

সর্বমোট পঠিত: 148

সর্বশেষ সম্পাদনা: জানুয়ারি ২৬, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭