বৈধ যে কোনো পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তুষারধারা.কম-এ সাদরে গ্রহণ করা হয়। তবে সাহিত্য বিষয়ক বিজ্ঞাপন অগ্রাধিকার ভিত্তিতে গণ্য।
বই এবং পত্রিকার বিজ্ঞাপনের জন্য সংশ্লিষ্ট প্রকাশক, লেখক এবং সম্পাদকগণ নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন।
লেখকগণ বিশেষ কমিশনে তাদের বইয়ের বিজ্ঞাপন তুষারধারা.কম-এ দিতে পারেন।
বিজ্ঞাপনের ক্ষেত্রে নবীন লেখকদের বইও সমান গুরুত্বের সাথে গ্রহণ করা হয়।
লিটলম্যাগের বিজ্ঞাপন নামমাত্র মূল্যে দেয়ার সুযোগ রয়েছে।
নিম্নে উল্লেখিত মাপ অনুযায়ী বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন ডিজাইন করে দেবেন। তবে বিশেষ বিবেচনায় সংশ্লিষ্ট ছবি এবং লেখা সরবরাহ করা হলে তুষারধারা.কম ডিজাইনের ব্যাপারে সহযোগিতা করে থাকে।
বর্তমানে তুষারধারা.কম যেসব মাপের বিজ্ঞাপন গ্রহণ করে থাকে সেগুলো হচ্ছে- ১২৫x১২৫ পিক্সেল, ৩০০x১০০ পিক্সেল, ৩০০x২৫০ পিক্সেল এবং ৪৬৮x৬০ পিক্সেল।
জেপিজি, জেপিইজি, জিফ, পিএনজি ফরমেটে বিজ্ঞাপন গ্রহণ করা হয়।