সর্বশেষ লেখাসমূহ:

বিজ্ঞাপন

  • বৈধ যে কোনো পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তুষারধারা.কম-এ সাদরে গ্রহণ করা হয়। তবে সাহিত্য বিষয়ক বিজ্ঞাপন অগ্রাধিকার ভিত্তিতে গণ্য।
  • বই এবং পত্রিকার বিজ্ঞাপনের জন্য সংশ্লিষ্ট প্রকাশক, লেখক এবং সম্পাদকগণ নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন।
  • লেখকগণ বিশেষ কমিশনে তাদের বইয়ের বিজ্ঞাপন তুষারধারা.কম-এ দিতে পারেন।
  • বিজ্ঞাপনের ক্ষেত্রে নবীন লেখকদের বইও সমান গুরুত্বের সাথে গ্রহণ করা হয়।
  • লিটলম্যাগের বিজ্ঞাপন নামমাত্র মূল্যে দেয়ার সুযোগ রয়েছে।
  • নিম্নে উল্লেখিত মাপ অনুযায়ী বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন ডিজাইন করে দেবেন। তবে বিশেষ বিবেচনায় সংশ্লিষ্ট ছবি এবং লেখা সরবরাহ করা হলে তুষারধারা.কম ডিজাইনের ব্যাপারে সহযোগিতা করে থাকে।
  • বর্তমানে তুষারধারা.কম যেসব মাপের বিজ্ঞাপন গ্রহণ করে থাকে সেগুলো হচ্ছে- ১২৫x১২৫ পিক্সেল, ৩০০x১০০ পিক্সেল, ৩০০x২৫০ পিক্সেল এবং ৪৬৮x৬০ পিক্সেল।
  • জেপিজি, জেপিইজি, জিফ, পিএনজি ফরমেটে বিজ্ঞাপন গ্রহণ করা হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন- ০১৭১২৭০১৬২৩

Comments are closed.