সর্বশেষ লেখাসমূহ:

সাংবাদিকতার সৃষ্টিশীল ক্ষেত্র সাহিত্য সাংবাদিকতা : আপনিও হতে পারেন একজন সাহিত্য সাংবাদিক

সাংবাদিকতার বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন বিনোদন সাংবাদিকতা, ক্রীড়া সাংবাদকিতা প্রভৃতি। সাহিত্য এবং সাহিত্যিকদের খবরাখবর যারা তুলে আনেন তাদের কর্মও বিভাজনের মাধ্যমে তা সাহিত্য সাংবাদিকতা নামে অভিহিত হওয়া উচিত বলে ‘তুষারধারা ডট কম’ মনে করে। সেই বিবেচনায় দেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া সাহিত্য ও সাহিত্যিকদের খবরাখবর তুলে আনতে আমাদের রয়েছে এক ঝাঁক সাহিত্য সাংবাদিক। ইচ্ছে করলে আপনার এলাকার সাহিত্য ও সাহিত্যিকদের খবরাখবর প্রদান করে একজন সাহিত্য সাংবাদিকের ভূমিকা পালন করতে পারেন আপনিও। সংবাদ প্রেরণের ঠিকানা-

তুষারধারা
রুম নং -৪৪, সেঞ্চুরি আর্কেড (২য় তলা)
১২০ আউটার সার্কুলার রোড, ঢাকা-১২১৭
চলনালাপনী : ০১৭১২৭০১৬২৩
ই-মেইল : amkss2012@gmail.com

Comments are closed.