সর্বশেষ লেখাসমূহ:

আমাদের জানুন

প্রধানত: দুটি ভিন্ন চিন্তাকে বাস্তবায়নের উদ্দেশ্য থেকেই আমাদের যাত্রা। সেগুলো হচ্ছে সাহিত্য বিষয়ক সংবাদকে আমাদের সাইটের প্রধান উপজীব্য হিসেবে নিয়ে গুরুত্বের সঙ্গে সেগুলো প্রকাশ করা আর এই সংবাদের সাথে সংশ্লিষ্ট কর্মচঞ্চল মানুষগুলোকে ‘সাহিত্য সাংবাদিক’ হিসেবে আলাদা মর্যাদা দেয়ার দাবী উত্থাপন। যদিও নতুন চিন্তার পাশাপাশি সাহিত্যের গতানুগতিক কাজগুলোও চালিয়ে নেয়াটাও আমাদের কর্মপরিকল্পনার অংশ। তবে ভিন্ন চিন্তা নিয়ে একটু নাতিদীর্ঘ কথা বলি।

বর্তমান সময়ের কথা আলাদা রাখি।
একবিংশ শতাব্দীর শুরুর দশক (২০০০-২০০৯) পর্যন্ত সময়ের কথা বলছি। অবশ্য এই শতাব্দীরই প্রথম দশকের (২০১০-২০১৯) প্রথম দিকটার কথাও বলা যায়। সাহিত্য অনুষ্ঠানের সংবাদ, সাহিত্যিকদের জন্ম-মৃত্যু সংবাদসহ সাহিত্যাঙ্গনে ঘটে যাওয়া সংবাদসমূহ প্রকাশের ক্ষেত্রে প্রায় সবগুলো মিডিয়ার কার্পণ্যই সাহিত্যকর্মীদের জন্য কম-বেশি দুঃখ পাওয়ার মতো। একজন নামকরা সাহিত্যিক কোন সাহিত্য অনুষ্ঠানে গিয়ে সাহিত্য পাঠ কিংবা বক্তব্য প্রদান করার পর সেই অনুষ্ঠানের প্রেস রিলিজটি যখন মিডিয়ার পাঠানো হতো তখন সেটি প্রকাশের ব্যবস্থা প্রায় হতোই না; আলাদা গুরুত্ব দিয়ে সাংবাদিক প্রেরণের কথা তো বাদই। যেটুকু প্রকাশ হতো সেটুকু এতো স্বল্প পরিমান যায়গা নিয়ে এবং এমন স্থানে যেখানে পাঠকের চোখ প্রায় পড়ার মতো নয় কিংবা পড়লেও ক্ষুদ্রতার কারণে মনে করার মতো কারণ তৈরি হতো যে সংবাদটি তেমন গুরুত্বই বহন করার মতো নয়। বিষয়টি একজন সাহিত্যপ্রেমী হিসেবে আপনার কাছেও কষ্টদায়ক নয় কি? অথচ যে সময়গুলোর কথা একটু আগে উল্লেখ করেছি তার পূর্বে এবং তখন থেকে বর্তমান অবধি কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর, সাংস্কৃতিক কর্মীদের (নায়ক, নায়িকা, কন্ঠশিল্পী) পেশাগত এবং ব্যক্তিগত খবর রঙিন ছবিসহ বিশাল যায়গা নিয়ে ছাপা হতো এবং এখনও হয় বিভিন্ন মিডিয়া থেকে সাংবাদিক প্রেরণের মাধ্যমে সংবাদ সংরহ করে। আর এই বিষয়ে সংবাদ সংগ্রহের কাজে যারা নিয়োজিত থাকেন তারা পেতে থাকেন ‘বিনোদন সাংবাদিক’ হিসেবে ভিন্ন মর্যাদা। এভাবে ক্রীড়াঙ্গনের ক্ষেত্রেও তাই। পত্রিকার সম্পাদকদের প্রায় সকলের অবহেলা শুধু সাথে সাহিত্যের ক্ষেত্রেই। সম্পাদকদের কলমে ‘বিনোদন সাংবাদিক’, ‘ক্রীড়া সাংবাদিক’সহ বিভিন্ন অভিধা জন্ম নিলেও জন্ম লাভ করেনি ‘সাহিত্য সাংবাদিক’ নামক কোন অভিধা। আর সেজন্য সাহিত্য, সাহিত্যিকসহ সাহিত্যাঙ্গনের বিভিন্ন সংবাদকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ এবং এই অঙ্গনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত তাঁদেরকে ‘সাহিত্য সাংবাদিক’ মর্যাদার অভিধায় অভিহিত করার প্রচেষ্টা হিসেবে ২০১২ সালে পরিকল্পনা করে ‘তুষারধারা ডট কম’ নামে ডোমেইন নিয়েই ২০১৩ সাল থেকে যাত্রা শুরু করে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাহিত্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল তুষারধারা

আমরা কতোটুকু পারছি তা আপনারাই ভালো বলতে পারবেন। তবে এটা বলতে পারি যে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আর সেটি সম্ভব হচ্ছে আপনারা আপনাদেরকে লেখা দিয়ে, নিয়মিত আমাদের সাইট ভিজিট করে, প্রত্যক্ষ-পরোক্ষ মতামতসহ বিভিন্নভাবে আমাদেরকে সহগিতা করে চলছেন বলেই। আপনাদের সকল ধরণের সহযোগিতাই পারে আমাদের আরও সামনের দিকে এগিয়ে নিতে।

আপনারা সবাই ভালো থাকুন।
ধন্যবাদ।

Comments are closed.