মোহাম্মাদ সাইফুল ইসলাম
হয়তো এতদিন তুমি
নিশ্চুপ অন্ধকার সমাধির ভেতর
অনেকটা পথ পেরিয়ে গেছ।
সমাধির ভিড় থেকে বেরিয়ে এসে
কখন পূর্ণ করবে আমার শূন্যতা
সালমান শাহ!
সমাধির ভেতর থেকে তুমি কি
দেখতে পাও না আমার অপেক্ষার প্রদীপ?
শুনতে পাও না
আমার চিৎকার, আর্তনাদ?
রাত গভীর হয়
আমার স্বপ্নগুলো তোমার স্পর্শ খুঁজে পায়।
অন্ধকার পৃথিবী তখন আলো ফিরে পায়
আমি দেখি তোমার অশরীরী আত্মা,
পুবের আকাশপানে স্পষ্ট নয়নে দেখি
তোমার বিদায় যাত্রা।
==০==
আরও পড়ুতে ক্লিক করুন
কবিতা- বাবার স্মৃতি – আখতারুল ইসলাম
ভিডিও দেখতে ক্লিক করুন
সালমান শাহ স্মরণে সঙ্গীতশিল্পী কোনাল এর লাইভ
পরীমণি । পরীসেরা ।। আমিনুল ইসলাম মামুন