সর্বশেষ লেখাসমূহ:
আবুল খায়ের মুসলেহউদ্দিন’র একগুচ্ছ ছড়া

আবুল খায়ের মুসলেহউদ্দিন’র একগুচ্ছ ছড়া

Print Friendly, PDF & Email

খুকুর খেয়াল 

ভাত খাবে না দুধ খাবে না 

খাবে শুধু আচার, 

খুকুর ব্যাপার স্যাপার দেখে 

আমরা সবাই লাচার। 

একটুও সখ নেইকো মনে

ক্লাশে লেখাপড়ার,   

সবচে’ প্রিয় বই যে খুকুর 

গল্প এবং ছড়ার। 

হিজিবিজি ছবি এঁকে

ভরবে সারা দেয়াল

যা খুশি তাই করবে খুকু 

আজব যত খেয়াল। 

টুনটুনি আর বুলবুলি 

টুনটুনি ভাই টুনটুনি 

আমার কথা যাও শুনি 

হাটে যদি যাও তুমি 

কিনে এনো ঝুমঝুমি। 

বুলবুলি ভাই বুলবুলি

খেলবে এসো ডাংগুলি

খাবে যদি গুড়মুড়ি

দাও চুলে মোর সুড়সুড়ি। 

পরিচিতি: 

আবুল খায়ের মুসলেহউদ্দিন আধুনিক বাংলা সাহিত্যের বরেণ্য শিশুসাহিত্যিক ও কথাসাহিত্যিক। 

জন্ম ১৯৩৪ সালের ২০এপ্রিল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলাধীন লৎসর গ্রামে নানাবাড়ীতে। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ পাশ করেন। বাংলাদেশ পুলিশ বিভাগের আইজিপি (ইনচার্জ), বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর ডিজিসহ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন অতিবাহিত করেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় শতাধিক। এর মধ্যে কাব্যগ্রন্থ ৩টি, ছড়াগ্রন্থ ৮টি, গল্পগ্রন্থ ৩০টি, উপন্যাস ২০টি, শিশু-কিশোর গল্প-উপন্যাস ১৫টি এবং ভ্রমণ ও জীবনীগ্রন্থ ৮টি।  খ্যাতিমান এই সাহিত্যিক ২০০২ সালের ২০শে সেপ্টেম্বর রোজ শুক্রবার ৬৮ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন।

আরও পড়ুতে ক্লিক করুন

বাংলা সাহিত্য লেখক অভিধান

নোবেল পুরস্কারের জন্য যেভাবে আবেদন করবেন

আল মাহমুদ এর ঊনসত্তরের ছড়া

ভিডিওদেখতেক্লিককরুন

শেষ বিদায়ের গান ।। আপন ঘর

প্রেমের কবিতা ।। রুপালী মন 

সর্বমোট পঠিত: 385

সর্বশেষ সম্পাদনা: জানুয়ারি ২৭, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭