সর্বশেষ লেখাসমূহ:
রেজাউদ্দিন স্টালিন’র কবিতা – ভার্চুয়াল প্রেমের পদ্য

রেজাউদ্দিন স্টালিন’র কবিতা – ভার্চুয়াল প্রেমের পদ্য

Print Friendly, PDF & Email

আজকে আমার সময় ছিলো

একটু যদি আসতে,

দেখতে কেমন দক্ষ আমি

তোমায় ভালোবাসতে।

এখন জানি কেমন করে

পড়তে হবে নামতা,

বলতে হবে সপ্রতিভ

হাসির কত দাম’তা।

বাদশা নই তবুও জানি

কোষাগারের মর্ম,

মনের সাথেই মোহরানা

পরিশোধের ধর্ম।

কফি এবং জুসের পাশে

মানায় কেমন খাদ্য,

বাজবে কি’না রবীন্দ্রনাথ

লাতিন কোনো বাদ্য?

ছেঁদো কথায় মস্ত ফাঁকি

ওসবে নেই বান্দা,

কিংবা ছলে চুমু খাওয়ার

মোটেও নেই ধান্দা।

তোমার প্রতি নিবেদিত

দু’এক লাইন পদ্য,

পড়তে পারি কথার ছলে

লিখেছিলাম সদ্য।

চেনোতো সব হাফিজ রুমি

সাদি এবং নজরুল,

ভার্চুয়ালি এনে দিতো

প্রিয়তমার নাক ফুল।

কিন্তু আমি সজাগ আছি-

অনলাইনে পণ্য,

পছন্দ তাই কিনছো দ্রুত

ধন্য তুমি ধন্য।

আজ বিকেলে সময় ছিলো

একটু যদি আসতে,

দেখতে কেমন মজনু আমি

তোমায় ভালোবাসতে।

আরও পড়ুতে ক্লিক করুন

বাংলা সাহিত্য লেখক অভিধান

কবিতা- সালমান শাহ

যে প্রক্রিয়ায় নির্বাচন করা হয় সাহিত্যে নোবেল বিজয়ী

ভিডিওদেখতেক্লিককরুন

বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

প্রেমের কবিতা ।। রুপালী মন

পরীমণি । পরীসেরা ।। আমিনুল ইসলাম মামুন

সর্বমোট পঠিত: 209

সর্বশেষ সম্পাদনা: অক্টোবর ৯, ২০২১ at ১২:৫৮ অপরাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭