সর্বশেষ লেখাসমূহ:
পরীমণি, পরীসেরা : আমিনুল ইসলাম মামুন

পরীমণি, পরীসেরা : আমিনুল ইসলাম মামুন

Print Friendly, PDF & Email

তোমার রূপে আগুন শুধু না, ঝরে মায়ারও ধারা

কোটি কোটি প্রাণ তোমার রূপে হয় যে পাগলপারা।

কতো কতো চোখ তোমাকে খোঁজে দিবস রজনী ধরে

তোমার দেখাতে নয়নগুলো বসে যায় নড়েচড়ে।

বল তুমি কে? তবে কি তুমিই পরীমণি, পরীসেরা?

রয়েছ তুমি কতো মানুষের কতো যে স্বপ্নে ঘেরা!

কোন ছায়াতে বেড়ে উঠে তুমি হলে পরীদের মণি

সেই ছায়াতে তবে কি লুকানো রূপের হাজার খনি?

কপালে তোমার ধরে রেখেছ কোটি প্রাণ ভালোবাসা

তুমি কি তবে রূপ-রাণিরও বুকের স্বপ্ন আশা?

কেমন করে পরীমণি হলে, পরীসেরা হলে তুমি

কেমন করে গড়ে নিলে তুমি রূপের আবাসভূমি?

কেমন করে রূপের দ্যুতিটা ছড়িয়ে দিচ্ছ ততো

নয়ন ভাষায় মনের আশায় হয় আবেদন যতো?

জন্ম তোমার কই?

পাড়াগাঁয়ে? ক্যামনে পেলে এই স্বপ্ন গড়ার মই?

সাধনাতে সব হয়?

তাই মেনেছ, যে সব কথা সব গুরুজন কয়?

তোমার রূপে নামছে মিছিল, পরীদের সেরা তুমি

তোমার নামে যায় বেজে যায়, আনন্দ-ঝুমঝুমি।

বি.দ্র. : ব্যবহৃত ছবিটি চিত্রনায়িকা পরীমনির।

আরও পড়ুতে ক্লিক করুন

পরীমণি, তুমি আমার জন্য কেঁদো না : আবদুল গাফফার চৌধুরী

পরীমনির জন্য এলিজি – ফারুক নওয়াজ

বাংলা সাহিত্য লেখক অভিধান

নোবেল পুরস্কারের জন্য যেভাবে আবেদন করবেন

ভিডিও দেখতে ক্লিক করুন

পরীমণি । পরীসেরা ।। আমিনুল ইসলাম মামুন

আদালতের রায়ের আগে পরিমনিকে নিয়ে কটুক্তির নিন্দা জানালেন অভিনেতা ঝুনা চৌধুরি

আমি ষড়যন্ত্রের শিকার আমাকে বাঁচাও ।। আদালতে এসে পরীমনি

সর্বমোট পঠিত: 511

সর্বশেষ সম্পাদনা: অক্টোবর ১৩, ২০২১ at ৫:০৯ পূর্বাহ্ণ

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭